শিলং: শিলঙে তরুণ সমাজ ও শিশুদের জন্য এই সময়টা খুবই আনন্দের। এরকারণ শৈল শহরের অল সেন্টস হলে শুরু হয়েছে সাংগ্ৰিলা কসপ্লে উৎসব ২০১৮। বহু তারকা ও কৌতুক অভিনেতারা উৎসবে অংশ নিয়েছেন। এই নিয়ে এখানে দ্বিতীয়বার এই উৎসব আয়োজন করা হলো। ইভেন্টে অংশগ্ৰহণকারী প্ৰতিযোগীদের পারফরম্যান্স বিচার করবেন দেশের বিভিন্ন প্ৰান্ত থেকে আসা বিচারকরা। ফ্যান্সি সুপার হিরো ও কৌতুক চরিত্ৰে যারা পারফর্ম করবেন তাদের পোশাক ও প্ৰদর্শন করা ভূমিকার ওপরই বিচার করবেন বিচারকরা। যুবকরা যাতে তাদের সৃষ্টিশীল প্ৰতিভাকে জনসমক্ষে তুলে ধরতে পারেন তার জন্যই এই মঞ্চের অবতারণা করা হয়েছে। সমাজের বুকে একটা ইতিবাচক ভাবনা ছড়িয়ে দেওয়াও এই উৎসবের অন্যতম উদ্দেশ্য।