ব্ৰেকিং নিউজ

সামুদ্ৰিক ঝড় মাংখাটের ফলে ফিলিপিন্সে ভূমি ধসের দুটি ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫,নিখোঁজ ৫৯

Sentinel Digital Desk

ফিলিপিন্সে গত সপ্তাহের সামুদ্ৰিক ঝড় মাংখাটের সময় ভূমি ধসের দুটি বড় ধরনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫-এ দাঁড়িয়েছে। খনি শহর ইটোগনের ধ্বংসস্তূপ থেকে মোট ৪৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মধ্য ফিলিপিন্সের চেবু প্ৰদেশের নাগা সিটির ধস বিধ্বস্ত এলাকা থেকে উদ্ধার হয়েছে ৪৬টি শব। বাগুই সিটির ইকেবের ধস বিধ্বস্ত এলাকায় উদ্ধারকারীরা এখনও চালিয়ে যাচ্ছেন উদ্ধার অভিযান।

মাংখাট সামুদ্ৰিক ঝড়কে ফিলিপিন্সে উমপং বলা হয়ে থাকে। ইটোগনে বাংক হাউসে পাথর ও কাদামাটির স্তূপে আনুমানিক ১৯ জনের মতো এখনও নিখোঁজ রয়েছেন। প্ৰলয় সামুদ্ৰিক ঝড়ে মাংখাটের ফলে ফিলিপিন্সে ১.৬ মিলিয়ন জেলে ও কৃষিজীবী মানুষ ক্ষতিগ্ৰস্ত হন। বিধ্বংসী ঝড় ও ধসের পর ফিলিপিন্সের প্ৰেসিডেন্ট রডরিগো দুতারতে লুজনের পাহাড়ি এলাকায় থাকা ছোটখাটো খনিগুলি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। ইফুগাঁও প্ৰদেশের গভর্নর পেত্ৰো মায়াম-ও বলেছেন,ক্ষতিগ্ৰস্ত মানুষ যাতে নতুন করে জীবন শুরু করতে পারেন আমরা তার চেষ্টা করছি।