সদ্য সাসপেন্ড হওয়া মহিলা ডিএসপি সবিতা দাসকে আজ জেরা করা হবে। দাস ইতিমধ্যেই নগাঁও থানায় উপস্থিত হয়েছেন। নগাঁও পুলিশ তাঁকে আজ থানায় হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। জেরা শেষে সবিতা দাসকে আটক করার সম্ভাবনা রয়েছে।
নগাঁওয়ের পানিগাঁও অঞ্চলের বাসিন্দা সৌরভ হাজরিকা নামে একজন ব্যক্তির অভিযোগের ভিত্তিতে নগাঁওয়ের ডিএসপি সবিতা দাসকে সাসপেন্ড করা হয়েছিল। অসম পুলিশের বিভাগীয় তদন্তে ওই অভিযোগ সত্য প্ৰমাণিত হওয়ায় উপর মহল তাঁকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল।
সৌরভ হাজরিকার দেওয়া তথ্য অনু্যায়ী গত ৩১ আগস্ট রাতে কয়েকজন বন্ধুর সঙ্গে নিজের বাড়ির সামনে কথাবার্তায় ব্যস্ত থাকার সময় সবিতা দাস তাঁর গাড়ি সহ সবাইকে তুলে নিয়ে যান থানায়। পরদিন তাঁদের ছেড়ে দেওয়া হয় যদিও গাড়ির কাগজপত্ৰগুলো রেখে দেন। থানার কর্মচারী জ্যোতি খাউন্ডের সাহায্যে গাড়ির নথিপত্ৰ ফেরত দেওয়ার বিনিময়ে ৪০ হাজার টাকা দাবি করেছিলেন সবিতা দাস।