ব্ৰেকিং নিউজ

সেনাধ্যক্ষ পরেশ বরুয়া সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে রয়েছেন, জানালো আলফা স্বাধীন

Sentinel Digital Desk

আলফার (স্বাধীন)কমান্ডার ইন- চিফ পরেশ বরুয়া নিরাপদেই আছেন। কোনও দুর্ঘটনার মুখে পড়েননি বরুয়া। সংযুক্ত মুক্তি বাহিনী’ অসম (আলফা-স্বাধীন)- এর প্ৰচার বিভাগের সদস্য রমেল অসম-এর স্বাক্ষরিত এক প্ৰেস বিবৃতিতে স্পষ্ট করে জানানো হয়েছে, সংগঠনের সেনাধ্যক্ষ পরেশ বরুয়ার দুর্ঘ্টনা ও মৃত্যু সম্পর্কে এক শ্ৰেণির প্ৰ্চার মাধ্যমে যে খবর চাউর হয়েছে তা সম্পূর্ণ ভুয়া।

‘অসমের স্বাধীনতা কামী মানুষের প্ৰতি আমরা জানাতে চাই, আমাদের সেনাধ্যক্ষ পরেশ বরুয়া সম্পূর্ণ সুস্থ ও কুশলে রয়েছেনা কোনও দুর্ঘটনা তাঁর হয়নি। ন্যস্ত স্বার্থান্বেষীরা এই ভুয়া খবর প্ৰচার করেছে। আমাদের নেতা সম্পর্কে ভবিষ্যতে এধরনের গুজবে কান নাদি তে আমারা অসমের জনগণের প্ৰ্তি আবেদন জানাচ্ছি’- উল্লেখ করা হয় বিবৃতিতে।