ব্ৰেকিং নিউজ

সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ৫ জঙ্গি

Sentinel Digital Desk

জম্মু ও কাশ্মীরের সোপিয়ান এলাকায় শনিবার সকালে এক সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্ৰাণ হারিয়েছে ৫ দুর্ধর্ষ জঙ্গি। মৃতদের মধ্যে লস্কর-ই-তৈবার একজন ক্যাডারও আছে। শ্ৰীনগর থেকে ৫৫ কিলোমিটার দূরে শুক্ৰবার রাতে সংঘর্ষের সূত্ৰপাত ঘটে। অস্ত্ৰ সজ্জিত জঙ্গি দলটিকে তাক করে নিরাপত্তাবাহিনী গুলি চালালে মারা পড়ে ৫ জঙ্গি। ৪ জন জঙ্গির মৃত্যু হয় আজ সকালে। অন্য এক সন্ত্ৰাসী শুক্ৰবার রাতে মারা যায় সোপিয়ানের কিলোরা গ্ৰামে। আজ সকালে একে ৫৬ সহ মৃত এই জঙ্গির দেহ খুঁজে পাওয়া গেছে। মৃত জঙ্গিটিকে লস্কর-ই-তৈবার উমর মালিক নামে শনাক্ত করা হয়েছে।