জনৈক আজিজ খান ফেসবুকে সাম্প্ৰদায়িক মন্তব্য করায় তিনসুকিয়ায় এক অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়। গত ৯ সেপ্টেম্বর ফেসবুকে ওই মন্তব্যটি আপলোড করার পরই পরিস্থিতি বিগড়ে যায়। স্থানীয় যুবকরা প্ৰচণ্ড ক্ষেপে গিয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তিনসুকিয়া থানায় অভিযোগ দায়ের করে। ক্ষুব্ধ যুবকদের বাগে আনতে পুলিশ কাঁদানো গ্যাস ও রাবার বুলেট ছোঁড়ে। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে ডুমডুমায়। কারণ ফেসবুক ব্যবহারকারী অভিযুক্ত ব্যক্তিটি ডুমডুমার বাসিন্দা।
সাম্প্ৰদায়িক মন্তব্যটি উস্কানিমূলক এবং তা একশ্ৰেণির মানুষের ভাবাবেগে আঘাত করায় এই সংঘর্ষের সূত্ৰপাত ঘটে। তিনসুকিয়া থানার ওসি বলেন ব্যক্তিটির বিরুদ্ধে আইটি অ্যাক্টে অভিযোগ আনা হয়েছে। ফেসবুকে বিবৃতিটি পোস্ট করার পরই ব্যক্তিটি ডুমডুমা থেকে পালিয়ে গেছে-জানান ওসি। ফেসবুকে মন্তব্যটি পোস্ট করার পর দুটো গোষ্ঠীর মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। ‘পথে প্ৰায় ২ হাজার মানুষ জমায়েত হয়েছিল আমাদের তা নিয়ন্ত্ৰণ করতে হয়। পরিস্থিতি এখন শুধরেছে’। মন্তব্যটি নিয়ে পুলিশ তদন্ত করছে-জানান পুলিশ কর্তা।