নয়াদিল্লিঃ ২০০৭ সালে হায়দরাবাদ জোড়া বোমা বিস্ফোরণ মামলায় হায়দরাবাদের একটি বিশেষ আদালত পাঁচ অভিযুক্তের মধ্যে দুই ভারতীয় মুজাহিদিন জঙ্গিকে(আইএম)দোষী বলে রায় দিয়েছে। বিস্ফোরণ মামলার দীর্ঘ ১১ বছর পর আদালত আজ এই রায় দিল। হায়দরাবাদের চেরলাপল্লি সেন্ট্ৰাল কারাগারের একটি বিশেষ আদালত জোড়া বিস্ফোরণ মামলায় পাঁচ অভিযুক্তের মধ্যে দুজনকে দোষী বলে রায় দেয়। ওই জোড়া বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৪৪ জন নিরীহ ব্যক্তি প্ৰাণ হারিয়েছিলেন। গুরুতর আহত হয়েছিলেন ৬৮ জন।
খবরে প্ৰকাশ,দোষী সাব্যস্ত ভারতীয় মুজাহিদিনের(আইএম)দুই জঙ্গিকে আনিক সফিক সৈয়দ এবং মহম্মদ আকবর ইসমাইল চৌধুরী বলে শনাক্ত করা হয়েছে,যারা মহম্মদ রিয়াজ ভাটকল এবং তার বড় ভাই মহম্মদ ইকবাল ভাটকলের সহযোগী ছিল। মামলার অন্যতম অভিযুক্ত রিয়াজ ভাটকল,ইকবাল ভাটকল ও আমির রাজাখান এখনও পলাতক। বিশেষ আদালত আগামি সোমবার দোষীদের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করবে। রিপোর্ট অনুযায়ী জোড়া বিস্ফোরণে অভিযুক্ত অন্য দুজন ফারুক সরফুদ্দিন তারকাস ও মহম্মদ সাদিক ইসরার আহমেদ সায়িককে মুক্ত দেওয়া হয়েছে। তবে আরও এক অভিযুক্ত তারিক আনজুমের বিরুদ্ধে আদালত সোমবার রায় দেবে। বিচারপতি টি শ্ৰীনিবাস রাও আজ দুই অভিযুক্তকে দোষী ঘোষণা করে ওই রায় দেন।