ব্ৰেকিং নিউজ

২০১৮-র নোবেল শান্তি পুরস্কার পেলেন ড্যানিস মুকওয়েগে ও নাডিয়া মুরাড

Sentinel Digital Desk

ইরাকের নাডিয়া মুরাড এবং কঙ্গোর ড্যানিস মুকওয়েগে ২০১৮ সালে মর্যাদাসম্পন্ন শান্তি নোবেল পুরস্কার পেলেন। ইরাকি মহিলা মুরাড নিজেই যুদ্ধকালীন সময়ে সেনার হাতে ধর্ষিতা হয়েছিলেন। মুরাড ইরাকে যুদ্ধ চলাকালে নারীর ওপর চালানো যৌন হিংসার বিরোধিতা করে আসছিলেন। ওদিকে ড্যানিস মুকওয়েগে একজন প্ৰসূতি বিশেষজ্ঞ চিকিৎসক। তিনি নিজের সহযোগীদের সঙ্গে যুদ্ধে ধর্ষিতা হওয়া সহস্ৰাধিক পীড়াতা মহিলার চিকিৎসায় ব্ৰতী হয়েছিলেন। যুদ্ধে মহিলাদের ওপর চালানো পাশবিক হিংসার বিরোধিতা করেছিলেন উভয়েই। লড়াইয়ের সময় যৌন হিংসার অবসান ঘটাতে অনবদ্য প্ৰয়াসের স্বীকৃতি স্বরূপ তাঁদের এই সম্মান দেওয়া হচ্ছে।