ব্ৰেকিং নিউজ

৩০ জুনই প্ৰকাশিত হবে এনআরসি-র খসড়া

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ এনআরসি-র চূড়ান্ত খসড়া ৩০ জুন প্ৰকাশ করা হবে মুদ্ৰিত ফর্মে। নামের সঙ্গে ফোটো থাকবে। তবে সফট কপিতে ফোটো থাকবে না। বর্তমানে ডেটা এন্ট্ৰির কাজ চলছে। এনআরসি সমন্বয়ক প্ৰতীক হাজেলা বলেন,খসড়া প্ৰকাশের পর আবেদনকারীরা সব সেবাকেন্দ্ৰে তাঁদের নাম দেখতে পাবেন।