বিনোদন

নিউইয়র্ক ফ্যাশন উইকের রেম্পে অসম কন্যার ঝলক

Sentinel Digital Desk

নিউইয়র্ক ফ্যাশন শো সবে শেষ হয়েছে,তবে এটা বহু প্ৰত্যাশিত ফ্যাশন মরশুমেরই শুরুয়াত। প্ৰতিযোগীদের লন্ডন,প্যারিস ও মিলান অব্দি ভ্ৰমণে সহায়তা করবে এটা। এই শহরগুলো ফ্যাশনের ‘বিগ ৪’ উপস্থাপন করে যেখানে বিশ্ব মঞ্চে কে বা কারা বাজিমাৎ করবে সেই ট্ৰ্যান্ড দেখার জন্য সারা দুনিয়া মুখিয়ে থাকে।

তবে ফ্যাশন সপ্তাহটি শুধু ফ্যাশন অথবা ট্ৰ্যান্ডই নয়,এরচেয়েও কিছু বেশি। ফ্যাশন শিল্পের সঙ্গে জড়িত নামগুলি একই মঞ্চে উঠে আসার ক্ষেত্ৰ এটি। এবছর ভারত ফ্যাশন দুনিয়ায় একুশ বছর বয়সী অসমিয়া মডেল মধুলিকা শর্মাকে নতুন মুখ হিসেবে উপহার দিয়েছে।

মধুলিকা নিউইয়র্ক ভিত্তিক লাক্সারি লেভেল সিয়ে মারজানের সঙ্গে ওয়াইএফডব্লিউতে আত্মপ্ৰকাশ করেছিলেন যেখানে তিনি ফ্যাশন হাউসের স্বতন্ত্ৰ কাঠামোগত চেহারায় রেম্পে নেমেছিলেন। তারপরে,মধুলিকা অস্ট্ৰেলিয়ান ব্ৰ্যান্ড,জিম্মারম্যানের লাইনআপে বৈশিষ্ট্যপূর্ণ এবং বিলাসবহুল রেডি-টু ওয়ার লেভেল ব্ৰোক কালেকশনের জন্য ক্যাটওয়াক করেছিল।

নিউইয়র্ক ফ্যাশন সপ্তাহে রেম্পে ঝলকাতে দেখা গেছে অসমের ২১ বছরের তন্বী মধুলিকাকে। বিশ্বের নামী দামি ফ্যাশন ব্ৰ্যান্ডগুলো এই অনুষ্ঠানে অংশ নিয়ে থাকে। এই অনুষ্ঠানে ফ্যাশন প্ৰেমীরা অধীর আগ্ৰহে পর্যবেক্ষণ করেন মডেলদের ডিজাইনগুলো। অনুষ্ঠানে উপস্থিত থাকা ফ্যাশন ব্ৰ্যান্ডগুলি পরবর্তী সময়ে সাধারণ মানুষের মধ্যেও প্ৰভাব বিস্তার করে।

অন্যদিকে ফ্যাশন ইন্ডাস্ট্ৰি বা মনোরঞ্জনের জগতে গায়ের রং শ্যামলা অথবা কালো হলে যুবতীদের বিভিন্ন অসুবিধার মুখে পড়ার কথা সচরাচর শোনা যায়। এর থেকে ব্যতিক্ৰম নন মধুলিকাও। গায়ের রং শ্যামলা হওয়ায় মধুলিকাকেও প্ৰথমটায় বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। তবে সেগুলি কাটিয়ে উঠে মধুলিকা আজ আন্তর্জাতিক পর্যায়ের মডেল।

ফ্যাশন শোতে অংশগ্ৰহণ সম্পর্কে মধুলিকা বলেছেন,‘এমওয়াইসি আমাকে চাইছে। কিন্তু আমি প্ৰথমত স্নাতক পাঠক্ৰম সম্পূর্ণ করতে ইচ্ছুক। আর সেজন্যই চলতি বছরের জুন মাস অবধি আমি পার্ট টাইম মডেলিং করেছি। এরপরই আমি নিউইয়র্কে পাড়ি জমাই। সেখানে আমাকে বৃহৎ ফ্যাশন শোর ‘শো প্যাকেজ’-এর জন্য প্ৰস্তাব দেওয়া হয়। যেখানে এজেন্সিগুলো বহু বিখ্যাত ছবিগুলি ক্লায়েন্টদের কাছে পাঠায়’।

এরপরই ‘আমি বিখ্যাত ক্লায়েন্টদের সঙ্গে সাক্ষাৎ করার সু্যোগ পাই। এদের মধ্যে অনিতা বিটন অন্যতম। বিটন আলেকজান্ডার,ডিয়ন এবং মার্ক জার্কবস-এর মতো ব্ৰ্যান্ডগুলোর পরিচালক। উত্তর পূর্বের মানুষের ফ্যাশন সচেতনতা সম্পর্কে মধুলিকা বলেন,উত্তর পূর্বাঞ্চলের মানুষের সব সময়ই পশ্চেমী সভ্যতা ও মিডিয়ার সঙ্গে সম্পর্ক রয়েছে। ফ্যাশন সম্পর্কে উত্তরপূর্বে প্ৰচারও অব্যাহত আছে। আর এরজন্য আমি ফ্যাশন সম্পর্কে অবগত হতে পেরেছি এবং নিজেকে এগিয়ে নেওয়ার সাহস জুটিয়েছি-বলেন মধুলিকা।

নিউইয়র্ক ফ্যাশন সপ্তাহের পর প্ৰবার প্যারিস ফ্যাশন উইক এবং তার পর মিলানে উড়ে যাবেন মধুলিকা। উল্লেখ্য,এই সাফল্যের মাধ্যমে মধুলিকা নতুন প্ৰজন্মের জন্যও এক বিশেষ বার্তা দিচ্ছেন। নতুন প্ৰজন্মের উদ্দেশে মধুলিকার বক্তব্য হলো নিজের গায়ে যে রং আছে তাই মেনে নিন। কখনও মিথ্যের আশ্ৰয় নেবেন না,যাতে অন্যরা আপনাকে চিনতে না পারে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Four members in a family fall sick after dinner in Tinsukia | The Sentinel News | Assam News