বিনোদন

পুলওয়ামা হামলাঃ অক্ষয় কুমার,অমিতাভের পর সেনাদের সাহায্য ১ কোটি দিচ্ছেন সুর সম্ৰাজ্ঞী লতা মঙ্গেশকর

Sentinel Digital Desk

বলিউডের সুর সম্ৰাজ্ঞী লতা মঙ্গশকর ঘোষণা করেছেন পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ জওয়ানদের পরিবারের সাহা্য্যে তিনি এক কোটি টাকা দান করছেন। আগামি ২৪ এপ্ৰিল তাঁর বাবা দীননাথ মঙ্গেশকরের মৃত্যুবার্ষিকীর দিন ওই টাকা তিনি দান করবেন। পুলওয়ামায় সন্ত্ৰাসীর মারণ আক্ৰমণে ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হওয়ার পরিপ্ৰেক্ষিতেই তাঁর এই ঘোষণা।

কিংবদন্তি শিল্পী সাংবাদিকদের বলেন,‘বলিউডের অনেক শিল্পীই দেশের জন্যপ্ৰাণ দেওয়া সেনাদের সাহা্য্যে হাত বাড়িয়েছেন। আমরা প্ৰত্যেকেই নিজের তরফ থেকে সেনাদের জন্য সামান্য কিছু করতে চাইছি’।

এর আগে বলিউড তারকা অক্ষয় কুমার,অমিতাভ বচ্চন সহ অনেকেই সেনাদের জন্য সাহা্য্যে হাত বাড়ানোর কথা ঘোষণা করেছেন। অভিনেতা অক্ষয় কুমার কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰ মন্ত্ৰকের ভারতকে বীর স্কিমের মাধ্যমে শহিদ সেনাদের জন্য ৫ কোটি টাকা সাহা্য্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। অক্ষয় কুমার এক টুইটে নিজের ফ্যানদের শহিদ জওয়ানের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন শহিদদের প্ৰতি সমর্থন ও শ্ৰদ্ধা জানানোর এটাই উত্তম পথ।

ওদিকে সুপারস্টার অমিতাভ বচ্চন প্ৰত্যেক শহিদ সেনার পরিবারকে ৫ লক্ষ টাকা করে সাহা্য্যের কথা ঘোষণা করেছেন ইতিমধ্যেই।