ইন্টারন্যাশনাল

রসায়নে নোবেল পেলেন মার্কিন যুক্তরাষ্ট্ৰ ও ব্ৰিটেনের তিন বিজ্ঞানী

Sentinel Digital Desk

স্টকহোমঃ পদার্থ বিজ্ঞানের পর এবার ২০১৮ সালের জন্য রসায়নে নোবেল পেলেন আমেরিকার ফ্ৰান্সেস এইচ আরনল্ড,জর্জ পি স্মিথ এবং ব্ৰিটেনের গ্ৰেগরি উইন্টার। সুইডেনের রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস বুধবার যৌথভাবে এই তিন বিজ্ঞানীর নাম নোবেল পুরস্কারের জন্য ঘোষণা করে। পুরস্কারের অর্থমূল্য হচ্ছে ৭.৩ কোটি। সুইডিশ অ্যাকাডেমি এই অর্থের অর্ধেকটা দেবে আরনল্ডকে। বাকি অর্থ অন্য দুই পুরস্কার জয়ীদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। আরনল্ড পঞ্চম মহিলা হিসেবে রসায়নে নোবেল পেলেন। পুরস্কার প্ৰদানকারী সংস্থা বুধবার এক টুইটে একথা জানিয়েছে। প্ৰোটিন নিয়ে বিশেষ গবেষণার জন্যই এই তিন বিজ্ঞানীকে পুরস্কৃত করা হয়।