ডেপুটি কমিশনার,শিবসাগর রিক্ৰুটমেন্ট ২০২০
জেলাশাসক,শিবসাগরের সম্মিলিতে প্ৰতিষ্ঠানে ‘রাজস্ব সেরেস্তাদার’ পদের জন্য আবেদন পত্ৰ চাওয়া হচ্ছে
পদের নামঃ রাজস্ব সেরেস্তাদার
পদের সংখ্যাঃ ১
বেতন কাঠামোঃ ২২০০০-৯৭,০০০ টাকা,গ্ৰেড পে-১১,৫০০ টাকা
যোগ্যতাঃ প্ৰার্থীর অসমের যেকোনও জেলাশাসকের কার্যালয়ে কমপক্ষে ১৫(পনেরো)বছর কাজ করা চাই এবং সেইসঙ্গে সাধারণ ও বিশেষ করে রাজস্ব শাখায় কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বাছাই প্ৰক্ৰিয়াঃ অসম মিনিস্ট্ৰিয়েল ডিস্ট্ৰিক্ট এস্টাব্লিশমিন্ট সার্ভিস রুলস,১৯৬৭ এবং আসাম মিনিস্ট্ৰিয়েল ডিস্ট্ৰিক্ট এস্টাব্লিশমেন্ট সার্ভিস(অ্যামেন্ডমেন্ট)রুলস ১৯৯৯ অনু্যায়ী সরকারের সাধারণ প্ৰশাসন বিভাগ বাছাই প্ৰক্ৰিয়া সম্পন্ন করবে।
আবেদন কিভাবে করবেনঃ বয়স,শিক্ষাগত যোগ্যতা,বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং বিভিন্ন ব্ৰাঞ্চে কাজ করার অভিজ্ঞতা উল্লেখ করে ও এর সমর্থনে প্ৰমাণপত্ৰের অ্যাটাস্টেড কপি,এক কপি সাম্প্ৰতিক পাসপোর্ট সাইজের ফোটোগ্ৰাফ এবং সেইসঙ্গে গত ৫(পাঁচ)বছরের উপর্যুপরি কাজের বার্ষিক কনফিডেনশিয়াল রিপোর্ট সহ আবেদনপত্ৰ ১৫-০২-২০২০-র মধ্যে জেলাশাসক,শিবসাগর কার্যালয়ে পৌঁছতে হবে।
আবেদন সার্ভিস পার্টিকুলার সহ প্ৰপার চ্যানেলের মাধ্যমে জেলাশাসক,শিবসাগরে দাখিল করা যাবে।
Details: Click Here
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ গৌহাটি হাইকোর্ট রিক্ৰুটমেন্ট ২০২০