চাকরি

দুলিয়াজান নুমলিগড় পাইপলাইন রিক্ৰুটমেন্ট ২০২০

Sentinel Digital Desk

দুলিয়াজান নুমলিগড় পাইপলাইন রিক্ৰুটমেন্ট ২০২০

অসম সরকারের আন্ডারটেকিং ডিএনপি লিমিটেড এবং অসমের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি গ্যাস কোম্পানি লিমিটেড,নুমলিগড় রিফাইনারি লিমিটেড এবং অয়েল ইন্ডিয়া লিমিটেড গ্ৰ্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্ৰেইনিজ(জিইটি)পদের নিম্নলিখিত স্ট্ৰিমে নিয়োগের জন্য উপযুক্ত প্ৰার্থীদের কাছে ই-মেইলের মাধ্যমে আবেদনপত্ৰ আহ্বান করেছে।

পদের নামঃ জিইটি(মেকানিক্যাল)

পদের সংখ্যাঃ ০৪

শিক্ষাগত যোগ্যতাঃ বিই/বিটেক(মেকানিক্যাল)গড়ে কমপক্ষে ৬৫% মার্ক থাকতে হবে

বয়সঃ ৩০ বছর

পদের নামঃ জিইটি(ইন্সট্ৰুমেন্টেশন)

পদের সংখ্যাঃ ০১

শিক্ষাগত যোগ্যতাঃ বিই/বিটেক(ইন্সট্ৰুমেন্টেশন)গড়ে কমপক্ষে ৬৫% নম্বর সহ

বয়সঃ ৩০ বছর

পদের নামঃ জিইটি(ইলেকট্ৰনিক্স অ্যান্ড টেলি কমিউনিকেশন)

পদের সংখ্যাঃ ০১

শিক্ষাগত যোগ্যতাঃ বিই/বিটেক(ইলেকট্ৰনিক্স অ্যান্ড টেলিকমিনিকেশন)গড়ে ন্যূনতম ৬৫% মার্ক সহ

বয়সঃ ৩০ বছর

পদের নামঃ জিইটি(সিভিল)

পদের সংখ্যাঃ ০১

শিক্ষাগত যোগ্যতাঃ বিই/বিটেক(সিভিল)ন্যূনতম ৬৫% গড় নম্বর সহ

বয়সঃ ৩০ বছর(এসসি/এসটি প্ৰার্থীদের জন্য বয়সের সর্বোচ্চ সীমায় ০৫ বছর এবং ওবিসি/এমওবিসি প্ৰার্থীদের ক্ষেত্ৰে ৩ বছর ছাড় থাকছে)

কিভাবে আবেদন করবেনঃ আবেদনপত্ৰ যথাযথভাবে পূরণ করে ২৭-০৩-২০২০ তারিখ অথবা তার আগে কেবলমাত্ৰ ইমেইল info@dnpl.co.in.-এর মাধ্যমে পাঠাতে হবে। নির্ধারিত ফরম্যাটে(অ্যাজ এক্সেল ফাইল অনলি)টেস্টিমোনিয়েলস সহ পাঠাতে হবে আবেদনপত্ৰ। প্ৰার্থীদের টেস্টিমোনিয়েলস/ডকুমেন্ট,মার্কশিট এবং ডিগ্ৰি সার্টিফিকেট,কাস্ট সার্টিফিকেট(এসসি/এসটি/ওবিসি প্ৰার্থীদের ক্ষেত্ৰে)ইত্যাদি ইমেলের মাধ্যমে মেইল করে পাঠাতে হবে।

শেষ তারিখঃ ২৭-০৩-২০২০

Details: Click here

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ এনআইটি শিলচর রিক্ৰুটমেন্ট ২০২০