চাকরি

ইন্ডিয়ান আর্মি রিক্ৰুটমেন্ট ২০২০ ফর শর্ট সার্ভিস কমিশন টেকনিক্যাল

Sentinel Digital Desk

ইন্ডিয়ান আর্মি রিক্ৰুটমেন্ট ২০২০ ফর শর্ট সার্ভিস কমিশন টেকনিক্যাল

ভারতীয় সেনাবাহিনীর শর্ট সার্ভিস কমিশন টেকনিক্যাল পদে নিয়োগের জন্য যোগ্য অবিবাহিত পুরুষ এবং অবিবাহিত মহিলা ইঞ্জিনিয়ারিং স্নাতক এবং যে সমস্ত প্ৰতিরক্ষা কর্মী ভারতীয় সেনায় শর্ট সার্ভিস কমিশনে কর্মরত অবস্থায় মারা গেছেন তাদের বিধবাদের কাছ থেকে আবেদনপত্ৰ আহ্বান করেছে। ২০২০-র অক্টোবরে এই কোর্স শুরু হবে অফিসার্স ট্ৰেনিং অ্যাকাডেমি(ওটিএ)চেন্নাই ও তামিলনাডুতে।

পদের নামঃ শর্ট সার্ভিস কমিশন টেকনিক্যাল

পদের সংখ্যাঃ ১৯১

চাকরির স্থানঃ ভারত জুড়ে

শেষ তারিখঃ ২০-২-২০২০

ডকুমেন্টসঃ

১. আবেদন ফর্ম(www.joinindianarmy.nic.in-এ ডাউনলোড করে পাওয়া য়াবে)

২. দশম শ্ৰেণির সার্টিফিকেট এবং মার্কশিটের সেলফ অ্যাটাস্টেড কপি

৩. দ্বাদশ শ্ৰেণির সার্টিফিকেট ও মার্কশিটের সেলফ অ্যাটাস্টেড কপি

৪. ডিগ্ৰি সার্টিফিকেট ও মার্কশিটের সেলফ অ্যাটাস্টেড কপি

৫. পার্ট II অর্ডার অফ ম্যারেজ

৬. পার্ট II অর্ডার অফ ডিমাইস অফ হাজবেন্ড

৭. যুদ্ধ/শারীরিক ক্ষতির প্ৰাথমিক রিপোর্ট

৮. যুদ্ধ/শারীরিক ক্ষতির বিস্তারিত রিপোর্ট

৯. যুদ্ধ/ফিজিক্যাল ক্যাজুয়েলিটির সার্টিফিকেট

প্ৰার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তিটি সতর্কতার সঙ্গে পড়তে এবং এরপর আনলাইন আবেদনফর্ম পূরণ করতে পরামর্শ দেওয়া হয়েছে ভুল এড়ানোর জন্য। কারণ ভুল আবেদন বাতিল করে দেওয়া হবে।

Details: Click Here