অফিস অফ দ্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্ৰেট,কোকরাঝাড় রিক্ৰুটমেন্ট ২০২০
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্ৰেট,কোকরাঝাড় প্ৰতিষ্ঠানের অধীনে নিম্নলিখিত পদ পূরণের জন্য অসমে নিয়োগ বিনিময় কেন্দ্ৰে নাম নথিভুক্ত থাকা ভারতীয় সংবিধানের ৫ ও ৬ নং অনুচ্ছেদে বর্ণিত ভারতীয় নাগরিকদের কাছ থেকে স্ট্যান্ডার্ড ফর্মে আবেদনপত্ৰ চাওয়া হচ্ছে।
পদের নামঃ পিয়ন
পদের সংখ্যাঃ ০১(অসংরক্ষিত)
পে-স্কেলঃ ১২০০০-৩৭,৫০০ টাকা+জিডি ৩৯০০ টাকা এবং রুলস অনু্যায়ী অন্যান্য ভাতা
শিক্ষাগত যোগ্যতাঃ
১. প্ৰার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্ৰেণি পর্যন্ত হতে হবে
বয়সঃ ১৮ বছরের কম এবং ৩৮ বছরের ঊর্ধ্বে যেন না হয় ০১-০১-২০২০ তারিখ অবধি।
নোটঃ নিয়োগ প্ৰক্ৰিয়ার বিস্তারিত জেলা বিচার বিভাগের সরকারি ওয়েবসাইট www.kokrajharjudiciary.gov.in-এ প্ৰকাশ করা হবে।
শেষ তারিখঃ ২৮-০২-২০২০
Details: Click here
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ডিস্ট্ৰিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি বরপেটা রিক্ৰুটমেন্ট ২০২০