ন্যাশনাল

বিজেপিতে যোগ দিলেন মুকুল তনয় সহ পশ্চিমবঙ্গের তিন বিধায়ক ও ৬০ জন কাউন্সিলর

Sentinel Digital Desk

নয়াদিল্লিঃ তৃণমূল কংগ্ৰেস থেকে বিজেপিতে আসা মুকুল রায়ের ছেলে শুভ্ৰাংশু রায় সহ পশ্চিমবঙ্গের তিনজন বিধায়ক ৬০ জন কাউন্সিলরকে নিয়ে মঙ্গলবার বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপি নেতা কৈলাশ বিজয়বার্গিয়া-র উপস্থিতিতে তাঁরা যোগ দেন গেরুয়া দলে। বিজয়বার্গিয়া বলেন,আরও কিছু তৃণমূল নেতা শিগগিরই বিজেপিতে যোগ দিচ্ছেন। রাজ্যের অন্য যে দুজন বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন তাঁরা হলেন,বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক তুষার কান্তি ভট্টাচার্য এবং হেমতাবাদের সিপিআই(এম)বিধায়ক দেবেন্দ্ৰ রায়।

পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্ৰেস বড় ধরনের ধাক্কা খায়। এবার রাজ্যের ৪২টি লোকসভা আসনের নির্বাচনে বিজেপি ১৮টি আসন দখল করতে সমর্থ হয়। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্ৰেস মাত্ৰ দুটি আসন পেয়েছিল এ রাজ্যে।

বীজপুর কেন্দ্ৰের দুবারের বিধায়ক শুভ্ৰাংশু রায়কে দল বিরোধী মন্তব্য করার জন্য দল থেকে সসপেন্ড করা হয়েছিল।

বিজয়বার্গিয়া এবং মুকুল রায় ‘ভারত মাতা কি জয়’ এবং জয় শ্ৰী রাম ধ্বনি দিয়ে পশ্চিমবঙ্গের নেতাদের দলে স্বাগত জানান। কাউন্সিলরদের মধ্যে যাঁরা বিজেপিতে শামিল হয়েছেন তাঁদের মধ্যে ১৭ জন হলেন কাঁচড়াপাড়া পুরসভার। কাঁচড়াপাড়া পুরসভার ২৬ জন সদস্যের মধ্যে চেয়ারম্যান সহ ১৭ জন সদস্য বিজেপিতে শামিল হন। তাই কাঁচাড়াপাড়া পুরসভা এখন পুরোপুরি বিজেপির নিয়ন্ত্ৰণে চলে এসেছে। মুকুল রায়ই একথা ঘোষণা করেন।

হালিশহর পুরসভার ২৩ জন কাউন্সিলের মধ্যে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ ১৭ জন বিজেপিতে যোগ দিয়েছেন। নৈহাটি পুরসভার ৩১ জন কাউন্সিলরের মধ্যে ২৯ জনই বিজেপিতে যোগ দিয়েছেন। ফলে অঙ্কের হিসেবে এই তিনটি পুরসভা তৃণমূলের হাত থেকে এখন বিজেপির দখলে চলে গেছে। এছাড়াও কিছু পঞ্চায়েত প্ৰধান বিজেপিতে শামিল হয়েছেন।