ন্যাশনাল

কেরলে করোনা ভাইরাসে আক্ৰান্ত তিন বছরের শিশু

Sentinel Digital Desk

কেরলে করোনা ভাইরাসে আক্ৰান্ত হলো তিন বছরের একটি শিশু। সারা বিশ্বের সঙ্গে ভারতেও ত্ৰাস সৃষ্টি করেছে মারণ জীবাণু করোনা ভাইরাস। সম্প্ৰতি কেরলে তিন বছরের একটি শিশু আক্ৰান্ত হয়েছে এই রোগ জীবাণুতে। এরআগেও দক্ষিণ ভারতের এই ক্ষুদ্ৰ রাজ্যটিতে বেশকজন ব্যক্তি এই জটিল রোগে আক্ৰান্ত হয়েছিলেন। দেশে প্ৰথম করোনা ভাইরাসে আক্ৰান্ত রোগী কেরেলেরই ছিলেন। তবে বর্তমানে তিনি সুস্থ বলে জানা গিয়েছে। এভাবে ওই রাজ্যে একজনের পর আরও একজন এই মারাত্মক রোগে আক্ৰান্ত হওয়ার খবরে চারদিকে আতঙ্কের সৃষ্টি হয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যেই গোটা রাজ্যে সতর্কতা জারি করেছে। এহেন অবস্থায় এই তিন বছরের শিশুটিও এই মারাত্মক রোগ জীবাণুর দ্বারা আক্ৰান্ত হয়েছে। সরকারি তথ্য অনু্যায়ী,শিশুটির অভিভাবকরা সম্প্ৰতি ইটালি সফর করেছিলেন। উল্লেখ্য যে চিনের পর ইটালিতে সর্বাধিক সংখ্যক লোক করোনা ভাইরাসে আক্ৰান্ত হয়েছেন। তাছাড়া ভারত ভ্ৰমণে আসা ইটালির একাধিক পর্যটকের দেহে করোনা ভাইরাসের উপস্থিত ধরা পড়েছে। বর্তমানে ভারতে এপর্যন্ত ৪১ জন ব্যক্তি এই রোগে আক্ৰান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অন্যদিকে,দেহে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পর কেরলের তিন বছরের এই শিশুটিকে হাসপাতালের পৃথক কক্ষে রেখে চিকিৎসা করা হচ্ছে। আর্নাকুলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে শিশুটির। তাছাড়া শিশুটির মা,বাবাকেও চিকিৎসকের পর্যবেক্ষণে রাখার ব্যবস্থা করা হয়েছে। এদিকে,কেরলের স্বাস্থ্যমন্ত্ৰী কে কে শৈলজা শিশুটির পিতৃ-মাতৃর সমালোচনা করেছেন। অভিযোগ অনু্যায়ী বিদেশ থেকে ফেরার পর বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা করেননি ওই দম্পতি। শিশুটির বাবা-মায়ের এমন কাজে ক্ষোভ প্ৰকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্ৰী। উল্লেখ্য,দেশে করোনা ভাইরাসে আক্ৰান্ত প্ৰথম ব্যক্তিটি ছিলেন কেরলের ত্ৰিচুড়ের ২৪ বছর বয়সী এক যুবতী। করোনা ভাইরাসের প্ৰথম প্ৰাদুর্ভাবের সময় এই যুবতী চিনের উহানে ছিলেন। এই রোগ চিনের উহান প্ৰদেশে মহামারির রূপ ধারণ করার সময় তিনি ত্ৰিচুড়ে এসে উপস্থিত হন। তার পরই তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। তখন তাকে ত্ৰিচুড় মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছিল। ওখানে কিছুদিন চিকিৎসা করানোর পর তিনি সুস্থ হয়ে ওঠেন। অন্যদিকে করোনা ভাইরাসে আক্ৰান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করতে কেন্দ্ৰীয় স্বাস্থ্য মন্ত্ৰকের নির্দেশে সারা দেশে ৫২টি পরীক্ষা কেন্দ্ৰ স্থাপন করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্ৰক সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ইতিমধ্যেই কিছু নীতি-নির্দেশিকাও জারি করেছে। এজাতীয় পদক্ষেপের অংশ হিসেবে স্বাস্থ্যমন্ত্ৰক ইরান,ইটালি,জাপান এবং দক্ষিণ কোরিয়ার পর্যটকদের ক্ষেত্ৰে কিছু বিধিনিষেধ আরোপ করেছে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Doul Govinda Temple agog as Holi begins