ন্যাশনাল

আজ স্বরাষ্ট্ৰমন্ত্ৰীর দায়িত্ব বুঝে নিলেন অমিত শাহ

Sentinel Digital Desk

নয়াদিল্লিঃ বিজেপির রাষ্ট্ৰীয় সভাপতি অমিত শাহ শনিবার মোদি মন্ত্ৰিসভায় স্বরাষ্ট্ৰমন্ত্ৰীর দায়িত্বভার সমঝে নিলেন। বৃহস্পতিবার শপথ গ্ৰহণের দুদিন পর আজ নতুন দায়িত্ব বুঝে নিলেন তিনি।

স্বরাষ্ট্ৰ মন্ত্ৰকের নর্থ ব্লকের কার্যালয়টি শাহকে দেওয়া হয়েছে। দায়িত্ব গ্ৰহণের পরপরই অমিত শাহ বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে বিভাগটির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।

মোদি মন্ত্ৰিসভার আরও দুজন মন্ত্ৰী জি কে রেড্ডি এবং নিত্যানন্দ রাইও আজ দায়িত্ব বুঝে নেন। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে অভূতপূর্ব সফলতা অর্জনের পর নরেন্দ্ৰ মোদি দ্বিতীয়বারের জন্য প্ৰধানমন্ত্ৰী হিসেবে শপথ নেন বৃহস্পতিবার। ওই

দিন মোদির সঙ্গে মন্ত্ৰিসভার অন্যান্য সদস্যরাও শপথ নেন।

রাষ্ট্ৰপতি ভবনের ফোরকোর্টে এক জাঁকালো অনুষ্ঠানে শপথ গ্ৰহণ পর্ব সম্পন্ন করা হয়। ওই অনুষ্ঠানে প্ৰায় ৮ হাজার আমন্ত্ৰিত অতিথি উপস্থিত ছিলেন।

মোদির দ্বিতীয় দফা কার্যকালে তাঁর মন্ত্ৰিসভায় ৬ জন মহিলা মন্ত্ৰী ঠাঁই পেয়েছেন। প্ৰাক্তন প্ৰতিরক্ষা মন্ত্ৰী নির্মলা সীতারামনকে অর্থ বিভাগের ক্যাবিনেট মন্ত্ৰীর দায়িত্ব অর্পণ করা হয়েছে। স্মৃতি জুবিন ইরানি মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের পাশাপাশি বস্ত্ৰ দপ্তরও সামলাবেন। হরসিমরত কৌর বাদল,সাধ্বী নিরঞ্জন জ্যোতি,দেবশ্ৰী চৌধুরী ও রেণুকা সিং সারুটাকেও মন্ত্ৰিত্ব দেওয়া হয়েছে।