ন্যাশনাল

কারিগরি ত্ৰুটির জন্য শেষ মুহূর্তে স্থগিত চন্দ্ৰযান-২ মিশন,বলল ইসরো

Sentinel Digital Desk

বহু কথিত চন্দ্ৰযান-২ মিশন সোমবার উৎক্ষেপণের কথা ছিল যদিও শেষ মুহূর্তে সামান্য কারিগরি ত্ৰুটির জন্য তা স্থগিত রাখে ইসরো। উৎক্ষেপণ যানটিতে সামান্য কারিগরি ত্ৰুটি ধরা পড়ায় ইসরো শেষ মুহূর্তে চন্দ্ৰযান মিশন-২ আপাতত স্থগিত রাখে। ইসরোর তরফে টুইট যোগে এক বিবৃতিতে এখবর জানিয়ে বলা হয়েছে ‘উৎক্ষেপণ যানটিতে সামান্য কারিগরি ত্ৰুটি ধরা পড়ায় অভিযান স্থগিত রাখা হয়। পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্ৰহণের উদ্দেশ্যে চন্দ্ৰযান-২-এর উৎক্ষেপণ আজকের জন্য আটকে দেওয়া হয়। যানটি উৎক্ষেপণের পরবর্তী তারিখ পরে ঘোষণা করা হবে’।

উল্লেখ্য,চন্দ্ৰযান-২ চাঁদে দ্বিতীয়বার অভিযান চালানোর একটা উচ্চাশামূলক প্ৰকল্প। সোমবার দুপুর দুটো নাগাদ এই যানটি উৎক্ষেপণের কথা ছিল,কিন্তু আজ সকালে উৎক্ষেপণের প্ৰস্তুতি খুঁটিয়ে দেখার সময় সামান্য কারিগরি ত্ৰুটির জন্য যানটি হঠাৎ কেঁপে ওঠে। তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে মহাকাশ গবেষণা সংস্থা ইসরো যানটি এই মুহূর্তে উৎক্ষেপণ না করে তা আপাতত স্থগিত রাখাই ভাল হবে বলে বিবেচনা করে।

এই চন্দ্ৰযানটি উৎক্ষেপণের মাধ্যমে ইসরো চাদের দক্ষিণ পোল কভার করার লক্ষ্য স্থির করেছিল। চাঁদের এই অংশ এর আগে বিশ্বের কোনও দেশ স্পর্শ করতে পারেনি। যানটি কবে নাগাদ উৎক্ষেপণ করা হবে তার সংশোধিত দিনক্ষণ পরে ঘোষণা করা হবে। উল্লেখ্য,এর আগে চন্দ্ৰযান উৎক্ষেপণের দিন ঘোষিত হওয়ায় রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হতে শ্ৰীহরিকোটার উদ্দেশ্যে উড়ে যান।

চন্দ্ৰযানটি উৎক্ষেপণের কাউণ্টডাউন শুরু হবার ৫৬.২৪ মিনিট যেতেই কাউন্টডাউন টাইমারটি হঠাৎ বন্ধ হয়ে যায়। ‘এরপরই মিশন কণ্ট্ৰোলের পক্ষ থেকে যানটি লাঞ্চ উইন্ডো থেকে উৎক্ষেপণ করা সম্ভব হচ্ছে না বলে ঘোষণা করা হয়। তাই চন্দ্ৰযান উৎক্ষেপণের জন্য পরবর্তী তারিখ যথাসময়ে ঘোষণা করা হবে জানিয়ে দেওয়া হয় ঘোষণায়’। ইসরোর লাঞ্চ উইন্ডোর মেয়াদ শেষ হচ্ছে ১৬ জুলাই। বিভিন্ন ধরনের সমস্যার জন্য চন্দ্ৰযান-২-এর সফল উৎক্ষেপণে ব্যাঘাত ঘটছে। এই যানটি উৎক্ষেপণে ২০১৮ থেকে ইসরো বেশ কবার চরম সময়সীমা মিস করেছে। এর আগে জানুয়ারি ও ফেব্ৰুয়ারির মাঝামাঝিতে একটি উইন্ডো থেকে যানটি উৎক্ষেপণের কথা ছিল যদিও ইসরো উৎক্ষেপণ পর্ব স্থগিত রাখতে বাধ্য হয়েছিল।