ন্যাশনাল

সিজেআই রঞ্জন গগৈকে ক্লিন চিট দিল সুপ্ৰিমকোর্টের তিন বিচারপতির প্যানেল

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ ভারতের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈকে আজ ক্লিন চিট দিল সুপ্ৰিমকোর্টের তিনজন বিচারপতির একটি প্যানেল। সুপ্ৰিমকোর্টের একজন প্ৰাক্তন মহিলা কর্মী সিজেআই রঞ্জন গগৈর বিরুদ্ধে আনা যৌন নিপীড়নের অভিযোগটির তদন্ত সেরে প্যানেল ওই রায় দেয়।

বিচারপতি এসএ বোরদের নেতৃত্বাধীন ইন হাউস কমিটি বলেছে,শীর্ষ আদালতের প্ৰাক্তন মহিলা কর্মীর ওই অভিযোগের পক্ষে কোনও তথ্য প্ৰমাণ পাওয়া যায়নি। প্যানেলে যে তিন বিচারপতি ছিলেন তাঁরা হলেন এসএ বোরদে,বিচারপতি ইন্দু মালহোত্ৰা এবং ইন্দিরা ব্যানার্জি। সর্বোচ্চ আদালতের প্ৰাক্তন মহিলা কর্মীর তরফে গত ২০ এপ্ৰিলে দাখিল করা ওই মামলা নিয়ে শনিবার আদালতে জরুরি ভিত্তিতে শুনানি গ্ৰহণ করা হয়। বিচারপতি অরুণ মিশ্ৰ এবং সঞ্জীব খান্না ওই শুনানি গ্ৰহণ করেছিলেন। শুনানির পর মুখ্য বিচারপতি বলেছেন,বিচার ব্যবস্থা আজ প্ৰচণ্ড হুমকির মুখে। তবে তিনি অভিযোগের যোগ্য জবাব না দিয়ে ছাড়বেন না বলে উল্লেখ করেন।