ন্যাশনাল

উন্নত টিক টক ভিডিও প্ৰস্তুত করার জন্য আইফোন ছিনতাই করে পুলিশের জালে দিল্লির যুবক

Sentinel Digital Desk

নয়াদিল্লিঃ ডিজিটেল প্ৰযুক্তির প্ৰতি নতুন প্ৰজন্ম এতটাই আসক্ত হয়ে পড়েছে যে পুরো পদ্ধতিটাই যেন এখন তাদের হাতে মুঠোয়। ডিজিটেলের প্ৰতি আসক্ত নতুন প্ৰজন্মের একাংশ যুবক কোনও অপরাধমূলক কাজে লিপ্ত হওয়ার আগে দুবার ভাবতেও নারাজ। কিছু ভুয়ো কারণেই তারা এধরনের অপরাধজনক কাজে জড়াচ্ছে। ডিজিটেল প্ৰযুক্তির প্ৰতি আসক্ত দিল্লির এক যুবককে পুলিশ সম্প্ৰতি গ্ৰেপ্তার করেছে এক ব্যক্তির হাত থেকে দামি আইফোন ছিনিয়ে নেওয়ার অপরাধে।

২০ বছর বয়সী যুবকটি ওই ব্যক্তির দামি আইফোনটি কেড়ে নেওয়ার মূল উদ্দেশ্য হলো,সে চায় আরও উন্নত মানের টিক টক ভিডিও প্ৰস্তুত করতে।

তরুণ প্ৰজন্মের কাছে টিক টক ইতিমধ্যেই যথেষ্ট খ্যাত হয়ে পড়েছে। টিক টক ভিডিও হচ্ছে এক ধরনের শর্ট ভিডিও মোবাইল ফোন অ্যাপ্লিকেশন। এর মাধ্যমে ভিডিও প্ৰস্তুত করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার প্ৰবণতা অল্প বয়সী ছেলে-মেয়েদের মনে আসক্তির জন্ম দিচ্ছে এবং তাদের মধ্যে এই প্ৰবণতা ক্ৰমেই বৃদ্ধি পাচ্ছে।

যতীন নাগর নামে দিল্লির এই ছেলেটি এক্ষেত্ৰে কোনও ব্যতিক্ৰম নয়। সে নিজস্বভাবেই টিক টক ভিডিও প্ৰস্তুত করতে ভীষণ আগ্ৰহী। এক্ষেত্ৰে সবচেয়ে বাজে এবং অস্বাভাবিক কাজটা হলো,অন্যের ব্যয়বহুল আইফোন ছিনিয়ে নেওয়া। ছেলেটির ধারণা সচরাচর যে সব ভিডিও দেখা যায় তার তুলনায় সে যে ভিডিওগুলো প্ৰস্তুত করবে সেগুলির মান আরও উন্নত হবে। আর এরজন্যই অন্যের ফোন ছিনতাই করতে তার এতটুকুও বাঁধেনি। ছেলেটির ধারণা সে যে ভিডিও প্ৰস্তুত করবে তার মান সাধারণ ভিডিও-র তুলনায় তার তৈরি ভিডিও অনেক বেশি দর্শনীয় হবে।

পুলিশ জানাচ্ছে,যতীন তার টিক টক অ্যাকাউণ্টে আরও উন্নত মানের ভিডিও প্ৰস্তুত করার লক্ষ্যে ওই দামি মোবাইলটি ছিনিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

উত্তর দিল্লির গুজরওয়ালা টাউনের বাসিন্দা যতীন ছাবরা প্ৰীত বিহার থানায় একটি এফআইআর দাখিল করার পরই পুরো ঘটনাটি প্ৰকাশ্যে আসে। ওই অভিযোগ অনু্যায়ী,ছাবরা তার আইফোন এক্সএসটি বিক্ৰি করতে চান বলে অনলাইন কমার্স সাইটে একটি বিজ্ঞাপন দিয়েছিলেন এবং সেই অনু্যায়ী তিনি একজন খদ্দেরের কাছ থেকে একটি ফোন কল পান। আলাপ,আলোচনার পরে আইফোন সেটটি ৮০ হাজারে বিক্ৰি করা নিয়ে কথাবার্তা চূড়ান্ত হয়। এরপর প্ৰীত বিহার ট্ৰাফিক সিগন্যালে বিক্ৰেতা ও ক্ৰেতা উভয় পক্ষ মিলিত হওয়ার সিদ্ধান্ত নেন।

ছাবরা যখন ওই স্থানে ফোনটি খদ্দেরের হাতে তুলে দিতে এবং টাকা নেওয়ার প্ৰতীক্ষা করছিলেন তখনই এক ব্যক্তি বাইকে চেপে ওখানে আসে ও নিজেকে খদ্দের হিসেবে পরিচয় দেয়।

বাইকে আসা লোকটি টাকা দেওয়ার আগে ছাবরাকে আইফোনটি একবার দেখাতে বলে। ছাবরা ফোনটি দেখানো মাত্ৰ যুবকটি চিলের মতো ছো মেরে ফোনটি কেড়ে নিয়ে তড়িঘড়ি ওই স্থান থেকে পালিয়ে যায়।

পুব দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার যশমিত সিং বলেন,পুলিশ জাল বিছিয়ে বিকাশ মার্গ থেকে নাগরকে আটক করতে সফল হয়। ছিনিয়ে নেওয়া ফোনটিও তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে।