ন্যাশনাল

কিশোরের মুখে অস্ত্ৰোপচার করে তোলা হলো ৫২৬টি দাঁত

Sentinel Digital Desk

চেন্নাইঃ মানুষের মুখে ৫২৬টি দাঁত! এটা যেন এক আজব খবরই বটে। এই অদ্ভুত ঘটনাটি বাইরের নয়,খোদ ভারতের বুকে। চেন্নাইয়ে প্ৰকাশ্যে এসেছে এই ঘটনা। একজন সুস্থ,সবল মানুষের মুখে সাধারণত ৩২টি দাঁত থাকে। এক,দুটো বেশি নয়,চোয়ালের ভিতর ৫২৬টি দাঁত। ভাবতেই অবাক লাগে। একটি সাত বছর বয়সী কিশোরের মুখে গজিয়ে উঠেছিল এতগুলো দাঁত। কিশোরটির মুখে অস্ত্ৰোপচার করে ডাক্তাররা ওই অস্বাভাবিক দাঁতগুলো তুলে ফেলেছেন। এধরনের অস্ত্ৰোপচারের ঘটনা সচরাচর শোনা যায় না। চেন্নাইয়ের সবিতা ডেণ্টাল কলেজ অ্যান্ড হসপিটালে শিশুটির মুখে সফলতার সঙ্গে এই অস্ত্ৰোপচার সম্পন্ন করেছেন ডাক্তাররা।

কিশোরটির মুখের ডানদিকের চোয়ালের নিম্নাংশে এই অস্বাভাবিক দাঁতগুলো গজিয়ে ওঠে। মাড়ি ফেটে একের পর এক দাঁত গজিয়ে ওঠায় বেজায় কষ্ট পাচ্ছিল খুদে শিশুটি। মুখ গহ্বরে ক্ষত হয়ে অস্বাভাবিকভাবে ফুলে গিয়েছিল। ওই অংশ দিনদিনই ফুলে যাচ্ছিল। যন্ত্ৰণা ক্ৰমশ বেড়ে যাওয়ায় অভিভাবকরা ওই ডেণ্টাল হাসপাতালের শরণাপন্ন হন।

‘শিশুটির তিন বছর বয়সেই অভিভাবকদের নজরে এসেছিল বিষয়টি। কিন্তু ওই সময় ক্ষত ও ফোলার পরিমাণও কম ছিল। তাই অভিভাবকরা বিষয়টিতে তেমন গুরুত্ব দেননি। তাছাড়া শিশুটিও তখন মুখে মেলে দেখাতে চাইতো না। এভাবেই দিন গড়িয়ে চলে। অবশেষে কিশোরটি যন্ত্ৰণায় কাতরাতে থাকায় এবং মুখের চোয়ালের নিম্নাংশ অস্বাভাবিক ফুলে ক্ষত যাওয়ায় অভিভাবকরা তাকে ডাক্তার দেখাতে ডেণ্টাল হাসপাতালে নিয়ে আসেন। একথা জানিয়েছেন ওই হাসপাতালের ডা.পি সেনথিলনাথন। এরপর মুখের ডানদিকের চোয়ালের নিচের অংশে সিটি স্কেন ও এক্সরে করে মাংসপিণ্ডের মতো ফোলা অংশটি দেখতে পান চিকিৎসকরা। সঙ্গে সঙ্গেই অস্ত্ৰোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। ‘জেনারেল অ্যানসথেশিয়া প্ৰয়োগ করার পর আমরা শিশুটির চোয়াল খুলি এবং এরপর অস্ত্ৰোপচার করে অত্যন্ত সতর্কতার সঙ্গে ফোলো অংশ কেটে ফেলি। ফোলা অংশটির ওজন প্ৰায় দুশো গ্ৰাম। এর পরই ছোট,বড়,মাঝারি মিলিয়ে ৫২৬টি দাঁত পাওয়া গেছে’-জানান ড.সেনথিলনাথন। কঠিন এই অস্ত্ৰোপচার সারতে পাঁচ ঘণ্টা সময় লেগেছে। এই রোগের নাম ‘কম্পাউন্ড কম্পোজিট ওন্ডোটন’।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ বোকাজানে হাতির দাঁত সহ ধৃত দুই ব্যক্তি