ন্যাশনাল

তিরুপতি মন্দিরের সংরক্ষিত সোনার পরিমাণ ৯,২৫৯ কেজি

Sentinel Digital Desk

তিরুপতিঃ বিশ্বের সবচেয়ে ধনী হিন্দু মন্দির অন্ধ্ৰপ্ৰদেশের তিরুপতি। এই মন্দিরের সংরক্ষিত সোনার পরিমাণ ৯ হাজার কেজিরও বেশি। সরকারি সূত্ৰ জানিয়েছে এখবর। তিরুমালা তিরুপতি দেবস্থানমের বিখ্যাত শ্ৰী ভেঙ্কটেশ্বর মন্দিরের সোনার পরিমাণ হচ্ছে ৭,২৩৫ কেজি,যা দুটো রাষ্ট্ৰায়ত্ত ব্যাংকের বিভিন্ন গোল্ড ডিপোজিট স্কিমের অধীনে জমা রাখা হয়েছে।

ওদিকে তিরুমালা তিরুপতি দেবস্থানমের ১,৯৩৪ কেজি সোনা গত মাসে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকক থেকে তুলে আনা আরও ১,৩৮১ কেজি সোনা তাদের কোষাগারে গচ্ছিত রাখা হয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গোল্ড ডিপোজিট রাখার তিন বছরের মেয়াদ সম্পূর্ণ হওয়ায় ওই সোনা তুলে আনা হয়। তিরুমালায় শ্ৰী ভেঙ্কটেশ্বর মন্দিরের মোট সোনার পরিমাণ হলো ৯,২৫৯ কেজি,যা বিভিন্ন ব্যাংক ও তাদের ট্ৰেজারিতে জমা রাখা হয়েছে বলে মন্দিরের একজন বরিষ্ঠ কর্মকর্তা সোমবার জানিয়েছেন।