ন্যাশনাল

ভুটান সফরে বিদেশমন্ত্ৰী এস জয়শঙ্কর

Sentinel Digital Desk

নয়াদিল্লিঃ বিদেশমন্ত্ৰী এস জয়শঙ্কর দুদিনের সফরে ভুটান গেছেন। জয়শঙ্কর শুক্ৰবার ভুটানের প্ৰধানমন্ত্ৰী লোটে শেরিং-এর সঙ্গে সাক্ষাৎ করেন। প্ৰতিবেশী দুই রাষ্ট্ৰের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।

বিদেশমন্ত্ৰীর দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার পর জয়শঙ্করের এটাই প্ৰথম বিদেশ সফর।

এরআগে জয়শঙ্কর ভুটানে পৌঁছলে ওই দেশের বিদেশমন্ত্ৰী তান্ডি দর্জি তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। গঠনমূলক কিছু বিষয়ে ঘনিষ্ঠভাবে কথাবার্তা বলেন উভয় মন্ত্ৰী।

বিদেশমন্ত্ৰী ড.এস জয়শঙ্কর ভুটানের প্ৰধানমন্ত্ৰী লোটে শেরিঙের সঙ্গে সাক্ষাৎ করে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির শুভেচ্ছা জানান তাঁকে। ‘দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ে আলাপ আলোচনা এবং আদান প্ৰদান আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে’-এক টুইটে বলেন বিদেশ মন্ত্ৰকের মুখপাত্ৰ রবেশ কুমার।