ন্যাশনাল

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্ৰতিবাদের আহ্বান অভিনেত্ৰী সাংসদ নুসরতের

Sentinel Digital Desk

কলকাতাঃ নাগরিকত্ব সংশোধিত বিল লোকসভা ও রাজ্যসভায় পাস হওয়ার পর দেশের বিভিন্ন প্ৰান্তের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। প্ৰতিবাদ,বিক্ষোভ চলছে দেশের বিভিন্ন প্ৰান্তে। দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারী ছাত্ৰদের ওপর পুলিশি বাড়াবাড়ির প্ৰতিবাদে সোচ্চার হয়েছেন একাংশ বুদ্ধিজীবী। বাংলা ছবির নায়িকা তথা সাংসদ নুসরত জাহানও নাগরিকত্ব আইনের প্ৰতিবাদ জানিয়েছেন। নুসরত সোশিয়েল মিডিয়ায় এক বার্তায় শান্তিপূর্ণভাবে এই আইনের প্ৰতিবাদ করতে অনুরোধ করেছেন। নুসরতের এই আবেদন ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে।

প্ৰতিবাদ জানাতে গিয়ে কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেন তারও আবেদন রেখেছেন সাংসদ অভিনেত্ৰী। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার গত কদিন ধরে এই আইনের বিরুদ্ধে কলকাতার রাজপথে প্ৰতিবাদ জানাচ্ছে। বুদ্ধিজীবী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ সিএএ-র বিরুদ্ধে প্ৰতিবাদ মিছিলে শামিল হয়েছেন।

দেশের রাজধানী শহর দিল্লিতেও প্ৰতিবাদ,বিক্ষোভ চলছে এই আইনের বিরুদ্ধে। নাগরিকত্ব সংশোধনী আইন প্ৰত্যাহারের দাবিতে স্বয়ং মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জিকে আইনের বিরুদ্ধে প্ৰতিবাদ মিছিলে অগ্ৰণী ভূমিকা নিতে দেখা গেছে। আজ বৃহস্পতিবারও এই আইনের বিরুদ্ধে মুখ্যমন্ত্ৰী প্ৰতিবাদ মিছিলে অংশ নেবেন। এর আগে মমতা নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি প্ৰসঙ্গে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহকে বিঁধে বলেছিলেন ‘আপনি দেশের স্বরাষ্ট্ৰমন্ত্ৰী,দেশে আগুন লাগানো যে আপনার কাজ নয় সেটা বোঝার চেষ্টা করুন’। তৃণমূল সুপ্ৰিমো স্পষ্ট করে বলেন,‘আমরা হিংসার পক্ষপাতি নই,তাই পথে নেমেছি। হাজার বুলেটের যা মূল্য,দশজন ব্যক্তি পথে নেমে কথা বলার মূল্য তার চেয়ে অনেকগুণ বেশি’। এরপরই সাংসদ অভিনেত্ৰী নুসরতের ওই টুইট যে সবার মনে ধরবে তাতে কোনও সন্দেহ নেই। কেন্দ্ৰের এই আইনের বিরুদ্ধে তৃণমূল নেত্ৰীর সঙ্গে সুর মিলিয়েছেন টলিপাড়ার অনেক ব্যক্তিত্ব।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: AASU Rally Against CAA 2019 in Kokrajhar