নয়াদিল্লিঃ রাষ্ট্ৰীয় জনসংখ্যা পঞ্জি(এনপিআর)এবং রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জির(এনআরসি)মধ্যে কোনও যোগ নেই। এনপিআর ও এনআরসি দুটোই ভিন্ন প্ৰক্ৰিয়া। স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ মঙ্গলবার সংবাদ সংস্থার সঙ্গে এক সাক্ষাৎকারে একথা পরিষ্কার করে জানান। একই সঙ্গে তিনি এটাও বলেন,কেন্দ্ৰীয় সরকার বর্তমানে যে পদক্ষেপ নিয়েছে তাতে কোনও ভারতীয়কে নাগরিকত্ব খোয়াতে হবে না।
এদিকে নাগরিকত্ব সংশোধনী আইন(সিএএ)ও এনআরসি-র পর বিরোধী দলগুলি এবার এনপিআর-এর বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে। একাংশ রাজনৈতিক নেতা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন এনপিআর নাকি এনআরসিরই প্ৰথম ধাপ।
এআইএমআইএম সাংসদ আসাদুদিন ওয়েসি এনপিআর নিয়ে ইতিমধ্যেই সোচ্চার হয়েছেন কেন্দ্ৰের বিরুদ্ধে। তবে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী শাহ মঙ্গলবার এনপিআর নিয়ে এক সাক্ষাৎকারে কেন্দ্ৰের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেন,বিরোধীরা পাকাপোক্ত পরিকল্পনা নিয়েই ক্যা-র বিরুদ্ধে একটা অশান্ত পরিস্থিতি সৃষ্টি করেছে। বিরোধীরাই ক্যা নিয়ে দেশের মানুষকে বিভ্ৰান্ত করেছে,সৃষ্টি করেছে শঙ্কার-অভি্যোগ করেন শাহ। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন,কেন্দ্ৰের সাম্প্ৰতিক পদক্ষেপে দেশের মানুষজনের শঙ্কিত হবার কোনই কারণ নেই। এদিন ডিটেনশন ক্যাম্প ইস্যু নিয়ে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী বলেন,অসমের কোন বাসিন্দাই ডিটেনশন ক্যাম্পে নেই। প্ৰয়োজনীয় নথি নিয়ে যারা সমস্যায় রয়েছেন তারাও নিজের ঘরেই আছেন। ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছে শুধু অনুপ্ৰবেশকারীদের জন্য।
এদিকে,পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি সিএএ ও এনআরসির বিরোধিতা করার পর এবার এনপিআর-এর বিরুদ্ধে মুখ খুলেছেন। একইভাবে কেরলের মুখ্যমন্ত্ৰী পিনারাই বিজয়নও এনপিআর-এর বিরুদ্ধাচরণ করেছেন। দুই মুখ্যমন্ত্ৰী বলেছেন,তদের রাজ্যে এনপিআর কার্যকর করা হবে না। তবে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী শাহ বলেন,এনপিআর নিয়ে তিনি মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলবেন। পশ্চিমবঙ্গে যাতে এনপিআর করা যায় সে ব্যাপারে মমতাকে তিনি বোঝাবার চেষ্টা করবেন বলে জানান। কেন্দ্ৰের এই সমস্ত পদক্ষেপ নিয়ে যে সব রাজ্য ভুল বুঝছে তাদের সেই ভুল বোঝাবুঝি দূর করতে তিনি ওই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্ৰীদের সঙ্গে আলোচনায় প্ৰস্তুত রয়েছেন বলে জানান শাহ।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ দেশে এনপিআর আপডেট হবে,৮,৫০০ কোটি টাকা বরাদ্দ কেন্দ্ৰের
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: An aerial view of the Dibrugarh Protest "Janataar Gorjon" programme, Watch Here