ন্যাশনাল

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্ৰতিবাদে জ্বলছে উত্তর প্ৰদেশ,মৃত্যু বেড়ে ১১

Sentinel Digital Desk

লখনৌঃ সংশোধিত নাগরিকত্ব আইন(সিএএ)বিরোধী আন্দোলন উত্তরপ্ৰদেশে চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। যোগী আদিত্যনাথের রাজ্যে কেন্দ্ৰের বিরুদ্ধে আন্দোলন ক্ৰমেই বিধ্বংসী রূপ নিচ্ছে। উত্তর প্ৰদেশের বিভিন্ন এলাকায় কেন্দ্ৰের বিরুদ্ধে আন্দোলন হিংসাত্মক রূপ নিয়েছে। এপর্যন্ত হিংসাশ্ৰয়ী ঘটনার জেরে রাজ্যের বিভিন স্থানে পুলিশের গুলিতে ১১ জন প্ৰাণ হারিয়েছেন বলে সংবাদ সংস্থার খবরে জানা গিয়েছে।

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশের বিভিন্ন স্থানে প্ৰতিবাদের ঝড় উঠেছে। অসংখ্য মানুষ পথে নেমে আন্দোলনে শামিল হয়েছেন কেন্দ্ৰের বিরুদ্ধে। বিভিন্ন স্থানে আন্দোলনের নামে চলছে হিংসাশ্ৰয়ী ঘটনা ও ভাঙচুর।

বিভিন্ন স্থানে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সরাসরি সংঘাত বাঁধছে। বিভিন্ন স্থানে পুলিশকে তাক করে ছোড়া হচ্ছে পাথর,ইটপাটকেল। পরিস্থিতি বাগে আনতে বিভিন্ন স্থানে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হচ্ছে। মারমুখী জনতাকে ছত্ৰখান করতে পুলিশ জল কমানও ব্যবহার করছে।

শুক্ৰবার উত্তর প্ৰদেশের বিভিন্ন স্থানে প্ৰতিবাদকারীদের ছত্ৰভঙ্গ করতে পুলিশ গুলিও চালায়। এদিকে উত্তর প্ৰদেশে হিংসা ও পুলিশের গুলিতে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে তৃণমূল কংগ্ৰেসের চারজনের একটি প্ৰতিনিধি দল রবিবার ওই রাজ্যে যাচ্ছে। খবরে জানানো হয়েছে এই প্ৰতিনিধিদলে থাকছেন দীনেশ ত্ৰিবেদী,প্ৰতিমা মণ্ডল,আবির বিশ্বাস ও নাদিমুল হক। উত্তরপ্ৰদেশে হিংসার জেরে পুলিশের গুলিতে আহত হয়ে বেশকজন ব্যক্তি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অনেক গাড়ি আন্দোলনকারীরা পুড়িয়ে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: AATASU staged protest against the Citizenship Amendment Act. 2019 in Golaghat