ন্যাশনাল

ঘূর্ণিঝড় ফেনির মোকাবিলায় ১০০০ কোটি টাকা রিলিজ করলো কেন্দ্ৰ

Sentinel Digital Desk

নয়াদিল্লিঃ ঘূর্ণিঝড় ফেনির জন্য কেন্দ্ৰীয় সরকার ১০০০ কোটি টাকা রিলিজ করেছে। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি একথা ঘোষণা করেছেন। ইতিমধ্যে ঘূর্ণিঝড় ফেনি ওড়িশার পুরিতে আঘাত হেনেছে। ঝড়ের তাণ্ডবে এপর্যন্ত ৩ জন ব্যক্তি প্ৰাণ হারিয়েছেন।

রাজস্থানে নির্বাচনী সমাবেশে অংশগ্ৰহণ করে মোদি জানান,কেন্দ্ৰীয় সরকার ওড়িশার পাশাপাশি,পশ্চিমবঙ্গ,অন্ধ্ৰপ্ৰদেশ,তামিলনাডু ও পডুচেরি সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। তিনি বলেন,দুর্যোগ মোকাবিলায় ১০০০ কোটি টাকা কেন্দ্ৰ রিলিজ করেছে। এনডিআরএফ,ভারতীয় উপকূল রক্ষী বাহিনী,সেনা,নৌসেনা,বায়ু সেনা ও প্ৰশাসন পরিস্থিতি মোকাবিলায় তৈরি রয়েছে।

ওড়িশা সরকারের জনৈক কর্মকর্তা জানান,২০০ কিলোমিটার বেগে ধেয়ে আসা ফেনির আক্ৰমণে দুজনের মৃত্যু হয়েছে। ওদিকে ওড়িশায় রাজ্য রিলিফ কমিশনার বিষ্ণুপদ শেট্টি জানান তারা তিন জনের মৃত্যু খবর জানতে পেরেছেন। একজনের শ্বাস কষ্ট হয়ে মৃত্যু হয়েছে এবং গাছ ভেঙে মৃত্যু হয় একজনের। বিধ্বংসী ঝড়ে পুরিতে বহু বাড়ি,গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। ওড়িশা সরকার ঝড়ের পূর্বাভাস পেয়ে প্ৰায় ১০ লক্ষ লোককে আগেভাগেই নিরাপদ আস্তানায় সরিয়ে নিয়েছে।