ন্যাশনাল

এসবিআই চিফ আনসুলা কান্ত বিশ্ব ব্যাংকের এমডি নিযুক্ত

Sentinel Digital Desk

ওয়াশিংটনঃ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর আনসুলা কান্ত তাঁর কর্ম দক্ষতায় আরও উঁচু পদ হাসিল করতে সক্ষম হয়েছেন। তাঁকে বিশ্ব ব্যাংকের মর্যাদা সম্পন্ন ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ ফিনানশিয়াল অফিসার পদে নিযুক্তি দেওয়া হয়েছে। বিশ্ব ব্যাংকের প্ৰেসিডেন্ট ডেভিড ম্যালপাস শুক্ৰবার এই ভারতীয় মহিলাকে বিশ্ব ব্যাংকের সর্বোচ্চ পদে নিয়োগের কথা ঘোষণা করেন।

কান্তই হচ্ছেন বিশ্ব ব্যাংকের প্ৰথম মহিলা চিফ ফিনানশিয়াল অফিসার(সিএফও)। ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফিনানশিয়াল অফিসারের দায়িত্ব পালনের পাশাপাশি কান্ত বিশ্ব ব্যাংক গ্ৰুপের ফিনানশিয়াল এবং রিক্স ম্যানেজমেন্ট সেকশনের কাজকর্মও সামলাবেন।

কান্তকে ওই পদে নিয়োগের কথা ঘোষণা করে প্ৰেসিডেণ্ট ম্যালপাস বলেন,‘আনসুলা কান্তকে বিশ্ব ব্যাংকের গ্ৰুপ ম্যানেজিং ডিরেক্টর এবং সিএফও পদে নিয়োগ করতে পেরে আমি অত্যন্ত খুশি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সিএফও হিসেবে কাজ করে নিজের অভিজ্ঞতা ও কর্মদক্ষতা গুনে ফিনান্স,ব্যাংকিং এবং প্ৰযুক্তি ব্যবহারের মাধ্যমে উদ্ভাবনী শক্তির নজির রাখতে সমর্থ হয়েছেন কান্ত’।

তিনি আরও বলেন,রিক্স,ট্ৰেজারি ফান্ডিং,রেগুলেটরি কম্পাইয়েন্স এবং অপারেশন সহ নেতৃত্বশীল চ্যালেঞ্জের স্বাক্ষর রেখেছেন তিনি।

‘বিশ্ব ব্যাংকের ম্যানেজমেন্টে তাঁকে স্বাগত জানানোর জন্য আমি মুখিয়ে রয়েছি। তিনি নতুন দায়িত্ব গ্ৰহণ করার পর বিশ্ব ব্যাংকের আর্থিক অবস্থার উন্নয়নে আমরা আমাদের সক্ৰিয়তা আরও বৃদ্ধি করতে সমর্থ হবো’।

আনসুলা কান্ত বিশ্ব ব্যাংকের সিইও-র সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সময় ফিনানশিয়াল রিপোর্টিং এবং রিক্স ম্যানেজমেন্টের কাজকর্মও দেখাশোনা করবেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সিএফও-র দায়িত্ব পালন কালে কান্ত ৩৮ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব এবং মোট ৩৪ লক্ষ কোটি টাকার সম্পত্তি সংগ্ৰহ করতে সক্ষম হয়েছিলেন। এসবিআই-এর রিক্স,কমপ্লায়েন্স এবং স্ট্ৰেসড অ্যাসেট পোর্টফলিওর কাজ সরাসরি দেখাশোনার দায়িত্ব ছিল তাঁর ওপর।

এখন বিশ্ব ব্যাংকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছেন তিনি। তাই বিশ্ব ব্যাংক আশা করছে,নতুন দায়িত্ব নিয়ে তিনি অনুরূপ নেতৃত্বশীল দক্ষতার নজির তুলে ধরতে সফল হবেন।

এই ভারতীয় মহিলা ব্যাংক আধিকারিক লেডি শ্ৰীরাম কলেজ থেকে অর্থনীতিতে অনার্স নিয়ে স্নাতক ডিগ্ৰি লাভ করেছেন। এরপর দিল্লি স্কুল অফ ইকোনমিক্স থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্ৰি অর্জন করেছেন তিনি।