ন্যাশনাল

পুলিশ মেমোরিয়ালে শ্ৰদ্ধার্ঘ্য স্বরাষ্ট্ৰমন্ত্ৰী শাহর

Sentinel Digital Desk

নয়াদিল্লিঃ নতুন দায়িত্ব কাঁধে নেওয়ার একদিন পর স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ রবিবার এখানে ন্যাশনাল পুলিশ মেমোরিয়াল পরিদর্শন করে কর্তব্য পালন করতে গিয়ে মৃত্যুবরণকারী পুলিশ কর্মীদের প্ৰতি শ্ৰদ্ধা জানান। শাহ বলেন,কর্তব্য পালন করতে গিয়ে প্ৰাণাহুতি দেওয়া কেন্দ্ৰ ও রাজ্যের এই শহিদ পুলিশ কর্মীদের প্ৰতি দেশ ঋণী থাকবে। ‘আমি ন্যাশনাল পুলিশ মেমোরিয়াল পরিদর্শন করে কেন্দ্ৰ ও রাজ্যের শহিদ পুলিশ কর্মীদের প্ৰতি শ্ৰদ্ধা জানিয়েছি। কর্তব্য পালন করতে গিয়ে এই সব পুলিশ কর্মীরা যে সাহস ও ত্যাগের নজির রেখেছেন আমি তাদের স্যালুট জানাই’। এই মহান আত্মত্যাগের জন্য দেশবাসী তাদের কাছে ঋণী’-এক টুইটে একথা বলেন শাহ।

হিন্দিতে আরও এক টুইটে শাহ বলেন,স্বরাষ্ট্ৰ মন্ত্ৰকের দায়িত্ব গ্ৰহণের পর এটাই তাঁর প্ৰথম সরকারি কর্মসূচি। আমি ৩৪ হাজারের বেশি পুলিশ ও নিরাপত্তারক্ষীর স্মৃতিতে শ্ৰদ্ধা জানিয়েছি,যারা কর্তব্য পালন করতে গিয়ে নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন। এই সব জওয়ানদের আত্মত্যাগের জন্যই আমাদের দেশ নিরাপদে রয়েছে।

‘পুলিশ মেমোরিয়াল’ পরিদর্শন করে আমি মনের মধ্যে শক্তি অনুভব করছি। অনুভব করছি পুরোটাই দেশের জন্য উজাড় করে দিই-যাতে দেশ আরও শক্তিশালী হয়ে ওঠে। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে কর্তব্য পালন করতে গিয়ে কেন্দ্ৰ ও রাজ্য পুলিশের ৩৪,৮৪৪ জন কর্মী শহিদ হয়েছেন। তাঁদের স্মরণেই গড়ে উঠেছে এই মেমোরিয়াল।