যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ৰরা শনিবার বিকেলে বিজেপি-র দপ্তর মুরলীধর সেন লেন অভিযানের ডাক দিলো। নাগরিকত্ব সংশোধনী আইনের প্ৰতিবাদেই তাদের এই ডাক। ফলে পড়ুয়াদের এই ডাককে কেন্দ্ৰ করে আরও একটা গোলবাঁধার আশঙ্কা করা হচ্ছে। শনিবার যাদবপুরের ছাত্ৰদের সঙ্গে এই আইনের বিরুদ্ধে প্ৰতিবাদে জামিয়া মিলিয়া ও এসআরএফটিআই-এর পড়ুয়ারাও যোগ দিতে পারে বলে জানা গিয়েছে। এই মিছিলে সাধারণ মানুষকে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে যাদবপুরের পড়ুয়ারা। এর আগেও বিজেপি সাংসদ ও এবিভিপি কর্মী সমর্থকদের সঙ্গে বারকয়েক ঝামেলায় জড়িয়েছিল যাদবপুরের পড়ুয়ারা। তাই শনিবারও মুরলীধর সেন লেন অভি্যান কালে গোল বাঁধার আশঙ্কা করা হচ্ছে। যাদবপুর,জামিয়া মিলিয়া ও এসআরএফটিআই-এর ছাত্ৰরা শনিবার বিকেল ৩টায় ধর্মতলায় জমায়েত হবে এবং যেখান থেকেই বিজেপি-র সদর কার্যালয় অভিযানে নামবে।
এরআগে প্ৰেসিডেন্সি কলেজের ছাত্ৰরা কলকাতায় বিজেপির সদর দপ্তর অভি্যানের ডাক দিয়েছিল। ওই দিন কলকাতায় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠেছিল। তাই যাদবপুরের পড়ুয়াদের পক্ষ থেকে শনিবার ডাকা মিছিলকে কেন্দ্ৰ করে আশঙ্কা থেকেই যায়।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ শীত জাঁকিয়ে পড়েছে জলপাইগুড়িতে,তুষারপাত সান্দাকফুতে
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: AASU Rally Against CAA 2019 in Kokrajhar