ন্যাশনাল

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ক্যা-র বিরুদ্ধে প্ৰতিবাদ একদল ছাত্ৰের

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ নাগরিকত্ব সংশোধনী আইন(ক্যা)রূপায়ণে কেন্দ্ৰীয় সরকারের প্ৰস্তাব এবং রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)এবং ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের(এনপিআর)বিরুদ্ধে একদল ছাত্ৰ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্ৰতিবাদ জানায়। প্ৰাপ্ত রিপোর্ট মতে,মোট ২৬ জনের একটি ছাত্ৰদল ভারত-অস্ট্ৰেলিয়ার প্ৰথম ওডিআই ম্যাচটি দেখতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে গিয়েছিল। ছাত্ৰদের সবার পরনে ছিল সাদা টি শার্ট। হাতে ছিল ব্যানার। ওই সব ব্যানারে লেখা ছিল ‘নো ক্যা’,‘নো এপিআর’ এবং ‘নো এনআরসি’। তবে ছাত্ৰরা বলেছে,নাগরিকত্ব ইস্যুতে নীরব প্ৰতিবাদ জানানো ছাড়া অন্য কোনও কর্মসূচি তারা হাতে নিচ্ছে না। প্ৰতিবাদী ছাত্ৰরা বসেছিল বিজয় মার্চেন্ট প্যাভেলিয়ন সাইডে। কিন্তু তাদের পাশে বসে থাকা সমস্ত দর্শকরা ওই সময় উৎসাহের সঙ্গে ‘মোদি মোদি’ বলে ধ্বনি দিতে থাকেন। পরে ভারতের ইনিংস শেষ হবার আগে প্ৰতিবাদী ছাত্ৰদের চলে যেতে বলা হয়। এই ম্যাচে অস্ট্ৰেলিয়া ১০ উইকেটে বিজয়ী হয় অ্যারন ফিনস এবং ডেভিড ওয়ার্নারের অবিশ্বাস্য রানের দৌলতে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Watch Bhogali Bihu preparation from Guwahati ahead 'Uruka' (Night before Magh Bihu)