ন্যাশনাল

পূর্ণ রাষ্ট্ৰীয় মর্যাদায় সম্পন্ন সুষমা স্বরাজের অন্ত্যেষ্টি

Sentinel Digital Desk

নয়াদিল্লিঃ প্ৰাক্তন বিদেশমন্ত্ৰী সুষমা স্বরাজের নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হলো। বুধবার দিল্লির লোধি রোডের দয়ানন্দ শ্মশানে সুষমা স্বরাজের অন্ত্যেষ্টি পূর্ণ রাষ্ট্ৰীয় মর্যাদায় সম্পন্ন করা হয়। ৬৭ বছর বয়সী বিজেপি-র পোড়খাওয়া প্ৰবীণ রাজনীতিক সুষমাজি হৃদযন্ত্ৰের ক্ৰিয়া বন্ধ হয়ে মঙ্গলবার রাতে এইমসে শেষ নিঃশ্বাস ছাড়েন। প্ৰাক্তন বিদেশমন্ত্ৰীর অন্তিম যাত্ৰায় তাঁর প্ৰতি শ্ৰদ্ধা জানান দেশের প্ৰথম সারির নেতা,মন্ত্ৰী সহ অসংখ্য মানুষ। প্ৰিয় নেত্ৰীকে শ্ৰদ্ধা জানাতে অগণিত মানুষ তাঁর বাড়ি ও বিজেপি-র সদর কার্যালয়ে ভিড় জমান। সুষমাজির শেষকৃত্য নির্বিঘ্নে সারতে ব্যাপক সংখ্যক এনএসজি এবং ব্ল্যাক ক্যাট কমান্ডোজ ও শতাধিক দিল্লি পুলিশের কর্মকর্তা নিয়োগ করা হয়েছিল।

অন্ত্যেষ্টির আগে তাঁর নশ্বর দেহ শায়িত রাখা হয়েছিল রাজধানী শহরের প্ৰাণকেন্দ্ৰে থাকা বিজেপি-র সদর কার্যালয়ে জনগণের অন্তিম শ্ৰদ্ধার জন্য।

প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি,উপরাষ্ট্ৰপতি ভেঙ্কাইয়া নাইডু,ভুটানের প্ৰধানমন্ত্ৰী শেরিং টবগে,বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী,কেন্দ্ৰীয় মন্ত্ৰী রাজনাথ সিং,অমিত শাহ এবং অন্যান্য দলের বরিষ্ঠ নেতারা অন্ত্যেষ্টি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এরআগে প্ৰাক্তন মন্ত্ৰী তথা বিজেপির হেভিওয়েট নেত্ৰীকে শেষ বিদায় জানান প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি। সুষমাজির মৃত্যুর খবর পাওয়ার পরই প্ৰধানমন্ত্ৰী এক টুইটে লিখেছেন,দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগী সুষমাজির মৃত্যু তাঁর কাছে ব্যক্তিগত ক্ষতি। এদিন গান স্যালুটের মাধ্যমে পূর্ণ রাষ্ট্ৰীয় মর্যাদায় সম্পন্ন করা হয় স্বরাজের অন্ত্যেষ্টি পর্ব।

এরআগে বুধবার সকালেই রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ,উপরাষ্ট্ৰপতি ভেঙ্কাইয়া নাইডু,প্ৰতিরক্ষামন্ত্ৰী রাজনাথ সিং,অর্থমন্ত্ৰী নির্মলা সীতারামন,রবিশঙ্কর প্ৰসাদ,স্মৃতি জুবিন ইরানি,হর্ষ বর্ধন,রমেশ পোখরিওয়াল,প্ৰকাশ জাভেড়েকর,দিল্লির মুখ্যমন্ত্ৰী অরবিন্দ কেজরিওয়াল,কংগ্ৰেস নেত্ৰী সোনিয়া গান্ধী,কংগ্ৰেস নেতা রাহুন গান্ধী,লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা,সাংসদ হেমা মালিনী,উত্তরপ্ৰদেশের মুখ্যমন্ত্ৰী যোগী আদিত্যনাথ,বরুণ গান্ধী সহ অনেক নেতা তাঁর বাড়িতে গিয়ে সুষমাজিকে অন্তিম শ্ৰদ্ধা জানিয়ে আসেন। দলগত বিষয় নিয়ে মত পার্থক্য থাকলেও প্ৰত্যেকের সঙ্গেই সুসম্পর্ক রেখে চলতেন সুষমাজি। রাষ্ট্ৰপতি কোবিন্দ এক টুইটে লিখেছেন,দেশ তার কন্যাকে হারালো। দিল্লির মুখ্যমন্ত্ৰী হওয়া ছাড়াও সুষমাজিই ইন্দিরা গান্ধীর পর দেশের দ্বিতীয় মহিলা বিদেশমন্ত্ৰী হয়েছিলেন। বলিউডের সেলিব্ৰেটিরাও তাঁর মৃত্যুতে শোক ব্যক্ত করে অজস্ৰ টুইট করেছেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Nalbari mourns death of former Union Minister Sushma Swaraj