ন্যাশনাল

অসমের বন্যা দুর্গতদের সাহা্য্যে ৫ কোটি টাকা দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্ৰী ত্ৰিবেন্দ্ৰ সিং রাওয়াত

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ অসমের বন্যা পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার যখন জনগণ ও পড়শি রাজ্যগুলোর সাহা্য্যের পথ চেয়ে আছে সে সময় উত্তরাখণ্ড সরকার অসমের বন্যাপীড়িতদের জন্য ৫ কোটি টাকা দান করার কথা ঘোষণা করেছে। এই খবর অসমের বন্যাপীড়িতদের কিছুটা স্বস্তি দেবে। বর্তমানে অসমের অবস্থা খুবই দুঃখজনক। বন্যায় রাজ্যের সহস্ৰাধিক গ্ৰাম প্লাবিত হয়েছে। ভেসে গেসে বহু গবাদি পশু। বন্যার তাণ্ডবে ফসলি জমির বিস্তর ক্ষতি হয়েছে। সংকটের এই লগ্নে ভারতীয় রাজ্যগুলো আর্থিক সাহা্য্য দানে এগিয়ে আসার বিষয়টি সত্যিই দৃষ্টান্তমূলক এবং উল্লেখযোগ্য।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্ৰী ত্ৰিবেন্দ্ৰ সিং রাওয়াত অসমের বন্যা পরিস্থিতিতে দুঃখ প্ৰকাশ করার পাশাপাশি মোটা অঙ্কের টাকা রাজ্যের বন্যা দুর্গতদের সাহা্য্যে দান করার সিদ্ধান্ত নেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্ৰী রাওয়াত রাজ্যের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের ত্ৰাণ তহবিলে সরাসরি এই টাকা দান করেছেন। টেলিফোনে সনোয়ালের সঙ্গে কথা বলে রাওয়াত রাজ্যের বন্যা পরিস্থিতির খোঁজ নেন। রাজ্যের বন্যাপীড়িত মানুষ ও জীবজন্তুর ক্ষতিতে সহমর্মিতা প্ৰকাশ করেন রাওয়াত। রাজ্য সরকার ত্ৰাণ ও উদ্ধার অভি্যানে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার প্ৰশংসা করেন তিনি।

মুখ্যমন্ত্ৰী সোনোয়াল উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্ৰী রাওয়াতের মহানুভবতা ও বদান্যতার জন্য তাঁর প্ৰতি কৃতজ্ঞতা জানান। দুই মুখ্যমন্ত্ৰীর মধ্যে আলোচনা কালে রাওয়াত বন্যা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অসম সরকারকে পূর্ণ সহযোগিতার হাত বাড়াতে প্ৰস্তুত বলে জানান।

অসম ও দেশের জনগণ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্ৰীর এই উদারতার ভূয়সী প্ৰশংসা করেছেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এবং অন্যান্যরা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্ৰীর এই উদারতা ও অসমের প্ৰতি এই সমর্থনের জন্য তাঁকে অজস্ৰ ধন্যবাদ জানিয়েছেন।