ন্যাশনাল

সব্জি বিক্ৰেতা একদিনের জন্য ৪ কোটি টাকার মালিক,কারিগরি ত্ৰুটি এর জন্য দায়ী

Sentinel Digital Desk

এটাকে আপনি সৌভাগ্য না দুর্ভাগ্য বলবেন,কানপুরের এটোয়ার একজন সব্জি বিক্ৰেতা একদিনের জন্য ৪ কোটি টাকার মালিক হলেন। কিন্তু কোটিপতি হওয়ার স্বপ্ন উরে যেতে বেশিক্ষণ লাগলো না। কানপুরের এটোয়ার এই সব্জি বিক্ৰেতার নাম দীপক সিং। কিছুদিন আগে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় একটা সেভিংস অ্যাকাউণ্ট খুলেছিলেন তিনি। নিজের এতদিনের রোজগার থেকে জমিয়ে ৩৯ হাজার টাকা ওই অ্যাকাউন্টে জমাও করেছিলেন দীপক। মঙ্গলবার দীপক পাসবুক আপডেট করার জন্য ব্যাংকে যান। আপডেট করার পর দেখতে পান তাঁর অ্যাকাউণ্টে ৪ কোটি টাকার বিশাল অঙ্ক জমা পড়েছে। তবে একদিন পরই ওই টাকা তার অ্যাকাউণ্ট থেকে উধাও হয়ে যায়। সিং বলেন,‘আমি এসবিআই-র লেবেদি ব্ৰাঞ্চে একটা সেভিংস অ্যাকাউণ্ট খুলেছি এবং আমার প্ৰতিদিনের রোজগার থেকে সঞ্চয় করে আজকের তারিখ অবধি ৩৯ হাজার টাকা জমা করেছি।

মঙ্গলবার ব্যাংকে পাসবুক আপডেট করার পর ৪ কোটি টাকার বিশাল অ্যামাউন্ট দেখে আমি আমার ভাগ্যকেও বিশ্বাস করতে পারছিলাম না। তদন্ত করতে গেলে আমাকে বলা হলো মারাত্মক কোনও ভুলের জন্যই এমনটা ঘটেছে’। রীতিমতো একটা ধাঁধায় পড়ে যান দীপক। পরে ব্যাংক কর্তাদের কাছ থেকে তিনি জানতে পারেন মারাত্মক একটা ভুলের জন্য ওই টাকা তাঁর অ্যাকাউণ্টে ঢুকেছে। দীপক আরও বলেন,পরে তিনি ব্যাংক কর্তাদের সঙ্গে আবার দেখা করেন এবং তখনই জানতে পারেন সার্ভার গোলযোগের জন্যই এমনটা ঘটেছে। পরে তিনি এই ইস্যুটি নিয়ে সিনিয়রদেরও অবহিত করেন। ‘আমাকে বলা হয়েছিল কম্পিউটার সার্ভারে কারিগরি ত্ৰুটির জন্য এসব ঘটেছে’।

ব্যাংক ম্যানেজার পরে জানান,ভুল জমা করার বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। কম্পিউটার সার্ভারে ফল্টের জন্যই এই ভুল হয়েছে। তবে গ্ৰাহক দীপক সিঙের ব্যালেন্স অবশেষে সংশোধন করা হয়। দীপকের ব্যাংক অ্যাকাউণ্টে ৩৯ হাজার টাকাই দেখানো হয়। এই ইস্যুর জন্য তাঁর অ্যাকাউণ্ট হোল্ড করা হয়েছিল,পরে অবশ্য তা খুলে দেওয়া হয়।