ন্যাশনাল

ওভালে ভারত-অস্ট্ৰেলিয়ার ক্ৰিকেট ম্যাচ দেখতে গিয়ে ফ্যানদের হাতে অপদস্থ বিজয় মালিয়া

Sentinel Digital Desk

লন্ডনঃ অন্যান্য ক্ৰিকেট ফ্যানদের মতো ভারতীয় ক্ৰিকেট দলের ফ্যানরা রবিবার লন্ডনের ওভাল স্টেডিয়ামে গিয়েছিলেন ভারত-অস্ট্ৰেলিয়ার ম্যাচ দেখতে। ওই ম্যাচ দেখতে হাজির ছিলেন লিকার ব্যারন বিজয় মালিয়াও। কিন্তু ম্যাচ দেখতে গিয়ে মালিয়াকে একরাশ হতাশা নিয়ে ফিরতে হয়। মাঠে উপস্থিত অন্যান্য ভারতীয় ফ্যানদের কাছ থেকে নেতিবাচক শুভেচ্ছা পেয়ে একটা তিক্ত অভিজন্তার মুখে পড়তে হয় বিজয় মালিয়াকে।

মালিয়া যখন তাঁর মাকে নিয়ে স্টেডিয়াম থেকে বেরিয়ে আসছিলেন ওই সময় একদল ভারতীয় ক্ৰিকেট ফ্যান তাঁকে ঘিরে ধরে। তারা ‘বিজয় মালিয়া চোর হ্যায়,চোর,চোর’ ইত্যাদি শ্লোগান দিয়ে তাঁকে খোঁচা দিতে শুরু করে। ১৭টি ভারতীয় ব্যাংক থেকে বিশাল অঙ্কের ঋণ নিয়ে লিকার ব্যারন তথা ভারতীয় ব্যবসায়ী দেশ থেকে পালিয়ে এখন লন্ডনে আস্তানা গেড়েছেন। রিপোর্ট অনু্যায়ী,মালিয়ার প্ৰদেয় ঋণের পরিমাণ আনুমানিক ৯ হাজার কোটি টাকা। ঋণের অর্থ পরিশোধ না করে মালিয়া এখনও লন্ডনে পলাতকের জীবন কাটাচ্ছেন। মালিয়ার প্ৰত্যর্পণ প্ৰক্ৰিয়া নিয়ে ব্ৰিটেনের সঙ্গে আয়কর বিভাগ ও কেন্দ্ৰীয় তদন্ত ব্যুরোর কথাবার্তা চলছে। মালিয়ার ওই অপরাধের তদন্ত করছে সিবিআই।

উল্লেখ্য,কিংফিসার এয়ারলাইন্সেরও প্ৰধান ছিলেন মালিয়া। কিন্তু,এখন কিংফিসার এয়ারলাইন্সের কোনও অস্তিত্বই নেই। ওভাল স্টেডিয়ামে ভারতীয় দর্শকদের এহেন আচরণ সম্পর্কে তাঁর প্ৰতিক্ৰিয়া জানতে চাওয়া হলে মালিয়া বলেন,‘আমি শুধু এটাই নিশ্চিত করতে চাই যে আমরা মা যেন কোনওভাবে আঘাত না পান’।

একাংশ ভারতীয় ক্ৰিকেট ফ্যান মালিয়াকে ঘিরে নিয়ে তাঁকে তিরস্কার করার ছবি অনলাইনে চাউর হওয়ায় হইচই পড়ে যায়। ওই একই ফুটেজে দেখা গেছে জনতার মধ্য থেকে একজন ব্যক্তি বলেন মালিয়াকে দেশের কাছে ক্ষমতা চাওয়া উচিত।

বিজয় মালিয়ার ছেলে সিদ্ধার্থ মালিয়া ভারত-অস্ট্ৰেলিয়ার ম্যাচ দেখতে ওভালে হাজির ছিলেন। সিদ্ধার্থ এর আগে স্টেডিয়ামকে পিছনে রেখে তার নিজের ও বাবার একটি ছবি ইনস্টাগ্ৰামে পোস্ট করেছিলেন।