অযোধ্যাঃ উত্তরপ্ৰদেশের মুখ্যমন্ত্ৰী যোগী আদিত্যনাথ বুধবার বলেছেন,‘অযোধ্যায় সুবিশাল রাম মন্দির গড়ার জন্য কেন্দ্ৰীয় সরকার সংবিধানের মধ্যে থেকে বিভিন্ন বিকল্প ব্যবস্থা উদ্ভাবনের লক্ষ্যে কাজ করছে’। মন্দির শহর অযোধ্যা সফরের দ্বিতীয় দিন যোগী থেকে রাজনীতিতে আসা আদিত্যনাথ হনুমানগারহি মন্দিরে প্ৰার্থনা জানান। তিনি ঘোষণা করেন ‘অযোধ্যা হচ্ছে রামলালার বাসস্থান এবং অযোধ্যায় রামমন্দির ছিল এবং সব সময় তা থাকবে’।
তিনি অযোধ্যার বিতর্কিত স্থানে থাকা রামলালার অস্থায়ী মন্দির এদিন পরিদর্শন করেন। ওই বিতর্কিত স্থানে একসময়ে বাবরি মসজিদ ছিল,যা ১৯৯২ সালে গুড়িয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্ৰী আদিত্যনাথ দিগম্বর আখড়ায় সাধু-সন্তদেরও সঙ্গে মিলিত হন। পরিদর্শন করেন সরযূ ঘাট,সুগ্ৰীব দুর্গ। সাক্ষাৎ করেন মহন্ত নিত্য গোপাল দাসের সঙ্গে। আযোধ্যায় ১৫০ মিটার উঁচু ভগবান রামের যে মূর্তি গড়া হচ্ছে সেই স্থানটিও পরিদর্শন করেন তিনি। ভগবান রামের এই মূর্তিটি ৫০ মিটার উঁচু একটি বেদীতে স্থাপন করা হবে।