ন্যাশনাল

আইআইটি দিল্লির দুই ছাত্ৰ মহিলাদের টয়লেটের ব্যবহারের জন্য আবিষ্কার করলেন ‘স্যানফে’

Sentinel Digital Desk

আইআইটি দিল্লির দুই ছাত্ৰ ‘স্যানফে’ নামে এমন একটা ডিভাইস আবিষ্কার করেছেন যা মহিলারা পাবলিক টয়লেটে স্বাস্থ্যসন্মতভাবে অনায়াসে ব্যবহার করতে পারবেন। এই নতুন ডিভাইস আবিষ্কারের পিছনে যে দুই জনের মস্তিষ্ক কাজ করেছে তাঁরা হলেন আইআইটি দিল্লির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিঙের তৃতীয় বর্ষের ছাত্ৰ হ্যারি শেরওয়াত এবং অরচিত আগরওয়াল। ভারতের মতো একটা দেশে পাবলিক টয়লেটগুলি,মহিলাদের ব্যবহারের প্ৰায় অনুপযোগী। শহর এবং হাইওয়েতে যে সব পাবলিক টয়লেট রয়েছে সেগুলির অবস্থা যেমন শোচনীয় তেমনি অস্বাস্থ্যকরও বটে। এগুলো প্ৰতিনিয়ত পরিষ্কার করা হয় না।

অপরিচ্ছন্নতার জন্য গোটা টয়লেটে জীবাণুর উপস্থিতি অনস্বীকার্য। এই সব টয়লেট ব্যবহার করলে যৌন এবং অন্যান্য রোগ মহিলাদের শরীরে সংক্ৰামিত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তাছাড়া মল-মূত্ৰ ত্যাগের জন্য মহিলাদের ওই সব টয়লেটে বসতে হয়। কেননা এছাড়া কোনও বিকল্প মহিলাদের কাছে নেই। এই বিষয়গুলি মাথায় রেখেই ছাত্ৰদ্বয় স্যানফে নামের ওই ডিভাইসটি আবিষ্কার করেছেন যা মহিলারা পাবলিক টয়লেটে প্ৰয়োজনে ব্যবহার করে ফেলে দিতে পারেন। এটি ব্যবহারে কোনও ঝুঁকি থাকছে না। কারণ এটি স্বাস্থ্যসম্মত। তাদের মতে,স্যানফে একটি পরিবেশ বান্ধব ডিভাইস।