ন্যাশনাল

আবার বায়ুসেনার মিগ-২১ বিধ্বস্ত,বাঁচলেন পাইলট

Sentinel Digital Desk

জয়পুরঃ ভারতীয় বায়ুসেনার(আইএএফ)একটি মিগ-২১ লড়াকু বিমান মাঝ আকাশে ভেঙে পড়লো। দুর্ঘটনাটি ঘটে শুক্ৰবার রাজস্থানের বিকানের কাছে। তবে বিমান চালক নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছেন। প্ৰতিরক্ষা মন্ত্ৰক এখবর জানিয়েছে। বায়ু সেনার একজন মুখপাত্ৰ বলেছেন,মিগটি রুটিন মিশনে ছিল। বিমানটি বিকানেরের কাছে নাল থেকে শুক্ৰবার সকালে আকাশে ওড়ান দেয়।

প্ৰাথমিকভাবে মনে করা হচ্ছে আকাশে পাখির সঙ্গে ধাক্কা লেগেই বিমানটি ভেঙে পড়ে। তদন্ত কমিশন দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করবে। মাঝ আকাশে বিমান বিধ্বস্ত হওয়ার আঁচ পেতেই পাইলট প্যারাসুটের সাহা্য্যে নিরাপদে অবতরণ করেন।