গুয়াহাটিঃ কলকাতা-অমৃতসর অকাল তখত এক্সপ্ৰেস আজ দুপুর ১২ নাগাদ রেললাইনে কর্মরত তিনজন গ্যাংম্যানের ওপর দিয়ে চলে যায়। উত্তরপ্ৰদেশের সানডা এবং উমেরতলি স্টেশনের মধ্যে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। উত্তর রেলের একজন আধিকারিক বলেছেন,‘তিনজন গ্যাংম্যান যখন ওই লাইনে ড্ৰিলিঙের কাজ করছিলেন ওই সময় কলকাতা-অমৃতসর অকাল তখন এক্সপ্ৰেস তাদের উপর দিয়ে চলে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই রেলের বরিষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। উত্তর রেলওয়ের মুখপাত্ৰ দীপক কুমার বলেন,দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ‘এই ঘটনা রেলের একাংশ কর্মীর কর্তব্য ও দায়িত্বহীনতারই আভাস দিচ্ছে। তাই ঘটনা সম্পর্কে সঠিক তদন্ত করা খুবই জরুরি। সাধারণত,নির্দিষ্ট কোনও রেললাইনে যখন কর্মীরা কাজ করেন সেই সময় সংশ্লিষ্ট জোনকে জানিয়ে দেওয়া হয় যাতে ওই লাইনে কোনও ট্ৰেন না আসে’।