ন্যাশনাল

এলওসি-র কাছে একটি পাক-১৬ জেট বিমান গুলিতে ভূপতিত,অভিযানে নিখোঁজ ভারতীয় বায়ু সেনার একজন পাইলটঃ বিদেশ মন্ত্ৰক

Sentinel Digital Desk

নয়াদিল্লিঃ ভারতীয় বায়ু সেনা বুধবার লাম উপত্যকার কাছে পাক বিমান বাহিনীর একটি লড়াকু এফ-১৬ বিমান গুলি করে নামিয়েছে। অভিযানের সময় আমরা মিগ-২১ বিমানের একজন পাইলটকে খুইয়েছি। তবে পাকিস্তান দাবি করেছে ওই পাইলট তাদের হেফাজতে রয়েছেন। এই বিষয়টি সম্পর্কে আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। একথা বলেন বিদেশ মন্ত্ৰকের সরকারি মুখপাত্ৰ রবেশ কুমার।

ভারতীয় বায়ুসেনার অভিযানের পরিপ্ৰেক্ষিতে বিদেশমন্ত্ৰী সুষমা স্বরাজ সন্ত্ৰাসী কার্যকলাপের অবসানে অবিলম্বে রাষ্ট্ৰপুঞ্জের সনদ অনু্যায়ী ব্যবস্থা গ্ৰহণের আহ্বান জানিয়েছেন।

এদিকে ভারত,রাশিয়া ও চিনের বিদেশমন্ত্ৰীদের ১৬তম যৌথ বৈঠকে অংশ নেওয়ার জন্য স্বরাজ বর্তমানে চিনে রয়েছেন। তিন দেশের বিদেশ মন্ত্ৰীদের এই বৈঠকে সব ধরনের সন্ত্ৰাসী কার্যকলাপের কঠোর ভাষায় নিন্দা করা হয়। তিন রাষ্ট্ৰের বিদেশ মন্ত্ৰীদের ১৬তম বৈঠকে এক যৌথ ইস্তাহারে সন্ত্ৰাসবাদী কার্যকলাপ এবং যারা সন্ত্ৰাসে মদত,উস্কানি ও প্ৰশ্ৰয় দিচ্ছে তাদের চিহ্নিত করে বর্তমান আন্তর্জাতিক প্ৰতিশ্ৰুতি অনু্যায়ী বিচারের ব্যবস্থা করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

প্ৰচার মাধ্যমের রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে পাকিস্তানের লড়াকু বিমান ভারত ভূখণ্ডের ঘাঁটিগুলিকে নিশানা করেছে।

এখানে উল্লেখ করা যেতে পারে যে বিদেশ মন্ত্ৰকের মুখপাত্ৰ রবেশ কুমার এয়ার ভাইস মার্শাল আরজি কাপুরকে সঙ্গে নিয়ে বলেন আমাদের চূড়ান্ত প্ৰস্তুতি এবং সতর্কতার জন্য ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের সমস্ত প্ৰয়াস ভেস্তে দিতে সক্ষম হয়েছে বলে রিপোর্ট পাওয়া গেছে।