নয়াদিল্লিঃ ভারতীয় কলা ও সংস্কৃতি জগতের তিন জ্যোতিষ্ক মাস্টার শিল্পী সতীশ গুজরাল,কিংবদন্তি সঙ্গীতঙ্গ টিএন কৃষ্ণন এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রতন থিয়ামকে শুক্ৰবার জীবনজোড়া সাফল্যের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করেন উপরাষ্ট্ৰপতি এম ভেঙ্কাইয়া নাইডু। এখানে ইন্ডিয়া ইণ্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত এক ভাবগম্ভীর অনুষ্ঠানে তিন ব্যক্তিত্বকে জীবনব্যাপী সাধনার স্বীকৃতি স্বরূপ পুরস্কার তুলে দিয়ে নাইডু সংস্কৃতির গুরুত্বের ওপর আলোকপাত করেন। বলেন,যাঁরা সংস্কৃতি,শিল্প নিয়ে সাধনা করছেন তাঁরা যেন তাঁদের শিকড় থেকে কখনো বিচ্ছিন্ন না হন।
উপরাষ্ট্ৰপতি বলেন,কোনও ব্যক্তিরই পাঁচটি বিষয় কখনোই ভুলে যাওয়া উচিত নয়। এই বিষয়গুলি হলো নিজের মা,নিজের স্থান,নিজের দেশ,নিজের ভাষা ও নিজের গুরু। গুজরাল ভারতের একজন প্ৰখ্যাত চিত্ৰকর ও ভাস্কর এবং তিনি ইতিমধ্যেই পদ্ম বিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন। ১৯২৫ সালে ঝিলামে(বর্তমান পাকিস্তান)তাঁর জন্ম। শিল্প ও ভাস্কর্যের জগতের এক উজ্জ্বল জ্যোতিষ্ক তিনি। পুরস্কার হিসেবে পাওয়া ৫১ হাজার টাকা তিনি সঙ্গে সঙ্গে কেরলের বন্যা দুর্গতদের জন্য দান করেছেন।
পদ্ম ভূষণ বিজয়ী ৮২ বছর বয়সী টিএন কৃষ্ণন ভারতীয় শাস্ত্ৰীয় সংগীতের এক অগ্ৰণী ব্যক্তিত্ব। সংগীত জগতে তাঁর অবদান অসামান্য। অন্যদিকে থিয়েটার বা নাট্য জগতে মণিপুরের রতন থিয়াম এক উল্লেখযোগ্য নাম,যিনি নিজের কাজের জন্য পদ্মশ্ৰী সম্মানে ভূষিত হয়েছেন। পুরস্কার বিজয়ীদের প্ৰত্যেককে একটি করে সোনার ফলক,একটি অঙ্গবস্ত্ৰ ও নগদ ৫১ হাজার টাকা করে দেওয়া হয়েছে।