ন্যাশনাল

কাশ্মীরে পাহাড়ি এলাকায় বজ্ৰপাতে শতাধিক পশুর মৃত্যু

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় গত সপ্তাহে বজ্ৰপাতে শতাধিক ছাগল ও ভেড়ার মৃত্যু হয়েছে। ওই ঘটনায় এক ডজন অন্যান্য পশু আহত হয়। এই ঘটনায় অঞ্চলটিতে এক হুলুস্থুল পরিস্থিতির সৃষ্টি হতে দেখা গেছে। জেলা প্ৰশাসনের কর্তারা খবর পেয়ে ওই এলাকায় ছুটে যান। জেলার উঁচু পাহাড়ি আলাল মানগোটা এলাকায় এই ঘটনা ঘটে।

এলাকার একটি সম্প্ৰদায়ের মানুষ এই সব পশু প্ৰতিপালন করছিলেন। সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের ওই পাহাড়ি এলাকায় পাঠানো হয়েছে।