নয়াদিল্লিঃ দেশে পেট্ৰোল ও ডিজেলের মূল্য লাগাতার বেড়ে চলেছে। বলতে গেলে জ্বালানির মূল্য একটা অভূতপূর্ব পর্যায়ে গিয়ে পৌঁছেছে। রাজধানী দিল্লিতে প্ৰতি লিটার পেট্ৰোল বিকোয় ৭৯.১৫ টাকায়। রবিবার দিল্লিতে প্ৰতি লিটার পেট্ৰোলের মূল্য ছিল ৭৮.৮৪ টাকা। এই নিয়ে উপর্যুপরি নবম দিনেও জ্বালানির মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে দেশে। কলকাতা,চেন্নাই ও মুম্বাইয়ে জ্বালানির মূল্য দাঁড়িয়েছে লিটার প্ৰতি যথাক্ৰমে ৮২.০৬,৮২.২৪ ও ৮৬.৫৬ টাকা। রবিবার এই তিনটি স্থানে প্ৰতি লিটার জ্বালানির মূল্য ছিল ৮১.৭৬,৮১.৯২ ও ৮৬.২৫ টাকা। অশোধিত তেলের মূল্যবৃদ্ধি এবং দেশে আবগারি শুল্ক বেড়ে যাওয়ায় জ্বালানির মূল্যের ওপর তার প্ৰভাব পড়ছে।