ন্যাশনাল

তিন রাজ্যে প্ৰবল ঝড়ে কমপক্ষেও ৩১ জনের মৃত্যু,গুয়াহাটিতে বিহুমঞ্চের ক্ষতি

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ মঙ্গলবার প্ৰলয় ঝড় ও বৃষ্টিতে দেশের তিন রাজ্যে কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে। উত্তর ভারতের বিভিন্ন প্ৰান্তের ওপর দিয়ে বয়ে যাওয়া এই ঘূর্ণি ঝড়ে বহু সম্পত্তি ও খেতের ফসল নষ্ট হয়।

প্ৰলয় ঝড় ও বৃষ্টি মধ্যপ্ৰদেশ,রাজস্থান ও গুজরাটে ৩১ জনের জীবন কেড়ে নেয়। মধ্যপ্ৰদেশে ঝড়-বৃষ্টিতে ১৬ জন,রাজস্থানে ৬ জন ও গুজরাটে ৯ জন প্ৰাণ হারান।

ঝড় বৃষ্টিতে নিহতদের প্ৰতি গভীর দুঃখ প্ৰকাশ করেছেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি। প্ৰধানমন্ত্ৰীর ত্ৰাণ তহবিল থেকে প্ৰত্যেক নিহতদের পরিবারের জন্য এককালীন ২ লক্ষ টাকা সাহা্য্য ঘোষণা করেছেন মোদি। রাজস্থানের বিভিন্ন অঞ্চলে ঝড়ো বাতাসের সঙ্গে মুষলধারে বৃষ্টিও নেমে আসায় স্বাভাবিক জীবন ব্যাহত হয়। চিতোরগড়,শ্ৰীগঙ্গানগর,আজমিড়,কোটা এবং পিলানিতেও জোর বৃষ্টি হয়েছে।

অন্যদিকে,মঙ্গলবার মাঝরাতে অসমের বিভিন্ন প্ৰান্তের ওপর দিয়ে প্ৰচণ্ড ঝড় বয়ে যায়। এরফলে প্ৰভূত ক্ষতি হয়। নগাঁও জেলায় ঝড় বৃষ্টির সময় এক মহিলা সহ তিনজন আহত হন।

আহত ব্যক্তিরা হলেন মুসলিম আলি,মুজামুল হল এবং মুমিনা খাতুন। কামপুর,কচুয়া এবং কঠিয়াতলিতেও বিস্তর ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিছিন্ন হয়ে গেছে। গুয়াহাটির বিভিন্ন বিহু প্যান্ডেল ক্ষতিগ্ৰস্ত হয়েছে ঝড় বৃষ্টিতে।