গতকাল, প্ৰকাশিত পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলে ঘটে গিয়েছে আমূল পরিবর্তন। বিজেপির হাতছাড়া হয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ের মতো তিনটি বড়ো রাজ্য। আবার মিজোরাম হারাতে হয়েছে কংগ্রেসকে। তেলঙ্গানার শাসনভার অবশ্য অটুট রয়েছে টিআরএসের হাতেই। তবে এই পাঁচ রাজ্যের ২২ জন হেভিওয়েট প্রার্থী কী ফল পেলেন, দেখে নিন এক নজরে-
তেলঙ্গানা
কে চন্দ্রশেখর রাও | টিআরএস | গজবেল | জয়ী |
রেবন্ত রেড্ডি | টিডিপি | কোদঙ্গাল | পরাজিত |
কে টি রামারাও | টিআরএস | সিরসিল্লা | জয়ী |
এন উত্তমকুমার রেড্ডি | কংগ্রেস | হুজুরনগর | জয়ী |
রাজস্থান
বসুন্ধরা রাজে | বিজেপি | ঝালরাপাতন | জয়ী |
অশোক গেহলত | কংগ্রেস | সর্দারপুর | জয়ী |
সচিন পাইলট | কংগ্রেস | টঙ্ক | জয়ী |
গিরিজা ব্যাস | কংগ্রেস | উদয়পুর | পরাজিত |
জি সি কাতারিয়া | বিজেপি | উদয়পুর | জয়ী |
ছত্তীসগঢ়
রমণ সিং | বিজেপি | রাজনন্দনগর | জয়ী |
অজিত যোগী | জেসিসি | মারওয়াহি | জয়ী |
ভূপেশ ভাগেল | কংগ্রেস | পাতন | জয়ী |
টি এস বাবা | কংগ্রেস | অম্বিকাপুর | জয়ী |
রেণু যোগী | জেসিসি | কোটা | জয়ী |
মধ্যপ্রদেশ
শিবরাজ সিং চৌহান | বিজেপি | বুধনি | জয়ী |
কৃষ্ণ গৌর | বিজেপি | গোবিন্দপুরা | জয়ী |
যশোধারা রাজে সিন্ধিয়া | বিজেপি | শিবপুরী | জয়ী |
লক্ষ্মণ সিং | কংগ্রেস | চাচোদা | জয়ী |
মিজোরাম
লাল থানহাওয়ালা | কংগ্রেস | সারছিপ | পরাজিত |
লাল দুহোমা | জেডপিএম | সারছিপ | জয়ী |
আর লালজিরলিয়ানা | কংগ্রেস | তায়ি | জয়ী |
জে ভি লুনা | বিজেপি | তায়ি | পরাজিত |