ন্যাশনাল

পাক হেফাজত থেকে শুক্ৰবার ঘরে ফিরছেন ভারতীয় বায়ু সেনার পাইলট অভিনন্দন

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ পাকিস্তানের প্ৰধানমন্ত্ৰী ইমরান খান বলেছেন,শান্তির স্বার্থেই তাঁর সরকার আগামিকাল ভারতীয় বায়ু সেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দেবে। বৃহস্পতিবার পাক সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবার সময় খান ভারতীয় বায়ু সেনার উইং কমান্ডারকে মুক্তি দেওয়ার কথা ঘোষণা করেন। তাই আগামি কালই বাড়ি ফিরে আসছেন অভিনন্দন।

ভারত ও পাকিস্তানের মধ্যে আকাশ মার্গে লড়াই চলাকালে এলওসি-র ওপারে অভিনন্দনের বিমানটি গুলি করে নামায় পাক সেনা। প্যারাসুটে বিমান থেকে অবতরণ করতে সফল হলেও অভিনন্দনকে ধরে ফেলে পাক সেনা। বুধবার সকাল থেকেই পাকিস্তানের কব্জায় রয়েছেন ভারতীয় বায়ুসেনার এই উইং কমান্ডার।

পাক প্ৰধানমন্ত্ৰী সংসদের সংসদের যৌথ অধিবেশনে আজ বলেছেন,ভারতের প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির সঙ্গে আলোচনায় বসতে তিনি প্ৰস্তুত। দুই দেশের মধ্যে বর্তমানে চলা উত্তেজনা প্ৰশমনেই তিনি ভারতের প্ৰধানমন্ত্ৰী মোদির সঙ্গে কথা বলার চেষ্টা করে আসছেন।

খান বলেন,‘আমি ভারত এবং প্ৰধানমন্ত্ৰী মোদির কাছে আবেদন করেছি পরিস্থিতি আর যাতে বিগড়ে না যায় তার ব্যবস্থা নিতে। কারণ পরিস্থিতি নাগালের বাইরে চলে গেলে তা ভারত কিংবা পাকিস্তান কারোর পক্ষেই কল্যাণকর হবে না’। পাক বায়ু সেনার ভারতের আকাশ সীমা লঙ্ঘনের পক্ষে ওকালতি করে খান বলেন,ভারত অ্যাকশন নেওয়ার জন্যই পাকিস্তান পাল্টা জবাব দিতে বাধ্য হয়েছে।