ন্যাশনাল

পুলওয়ামায় শহিদদের প্ৰতি শ্ৰদ্ধা জানাতে ব্যবসা প্ৰতিষ্ঠান বনধ

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ কনফেডারেশনস অফ অল ইন্ডিয়া ট্ৰেডার্স(সিএআইটি)আজ(১৮ ফেব্ৰুয়ারি)দেশের বিভিন্ন প্ৰান্তে ২৪ ঘণ্টা ব্যবসা বনধ পালন করছে,কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি আক্ৰমণে শহিদ সিআরপিএফ জওয়ানদের প্ৰতি শ্ৰদ্ধা জানাতে। সিএআইটি-র ডাকে আজ সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে দোকানপাট ও ব্যবসা প্ৰতিষ্ঠান বন্ধ রয়েছে। শহিদ পরিবারের প্ৰতি একাত্মতা ও সমবেদনা প্ৰকাশের লক্ষ্যেই বাণিজ্যিক সংস্থাটি এই বনধ ডাকে। সংস্থাটি বলেছে,কর্নাটক,গুজরাট,হিমাচল প্ৰদেশের একাংশ,ঝাড়খণ্ড ,মহারাষ্ট্ৰ,ছত্তিশগড়,কেরল,পূর্ব উত্তর প্ৰদেশে শনিবারই ব্যবসা প্ৰতিষ্ঠানগুলি বনধ পালন করে সংস্থার ডাকে। আজ অসমেও সমস্ত ব্যবসা প্ৰতিষ্ঠান ও দোকান পাটের ঝাঁপ বন্ধ রয়েছে শহিদদের সম্মানার্থে।

সিএআইটির এক বিবৃতিতে বলা হয়েছে,সোমবার কোনও ব্যবসায়িক কাজকর্ম হয়নি। রাজধানী দিল্লিতেও সমস্ত খুচরো ও পাইকারি বাজার সোমবার বন্ধ রাখা হয়। সিএআইটি-র সভাপতি বিসি ভারটিয়ে এক বিবৃতিতে বলেন,বাণিজ্যিক সংস্থার কর্মকর্তারা এদিন দিনব্যাপী অনশন পালন করেন পুলওয়ামার শহিদদের প্ৰতি শ্ৰদ্ধা জানাতে। সংশ্লিষ্ট রাজ্যগুলিতে মশাল মিছিলও বের করা হবে। আরও উল্লেখ করা হয়েছে শহিদ পরিবারের সাহা্য্যে সংস্থা তহবিল সংগ্ৰহের ব্যবস্থা করবে। বাণিজ্যিক সংস্থাটি তাদের বিবৃতিতে আর উল্লেখ করেছে যে চিনা সামগ্ৰী বর্জনের জন্য তারা দেশব্যাপী প্ৰচার অভিযান চালাবে। তবে জনগণের অসুবিধার কথা বিবেচনা করে সংস্থা আজ স্কুল,কলেজ,পাবলিক ট্ৰান্সপোর্ট ইত্যাদি বনধের আওতা থেকে ছাড় দিয়েছে।

উল্লেখ্য,গত ১৪ ফেব্ৰুয়ারি পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠী বিস্ফোরক বোঝাই স্কোরপিও সুভ-নিয়ে সিআরপিএফ-এর কনভয়ে ধাক্কা মেরে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটায়। সিআরপিএফ-এর ৭৮টি কনভয় ওই সময় জম্মু-শ্ৰীনগর হাইওয়ে দিয়ে যাচ্ছিল। পুলওয়ামা জেলার অবন্তীপোরায় সিআরপিএফ-এর কনভয়ে এই মারণ বিস্ফোরণ ঘটায় জইশের আত্মঘাতী জঙ্গি। আত্মঘাতী ওই বোমা হামলায় শহিদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান। জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের ১৯ বছর বয়সী জঙ্গি আদিল আহমেদ দার সুভটি চালিয়ে এসে এই নর সংহার ঘটায়। ৪০টি০র বেশি দেশ এই নারকীয় জঙ্গি হামলার নিন্দা করেছে।