ন্যাশনাল

প্ৰধানমন্ত্ৰী আবাস যোজনার ১ লক্ষাধিক বাড়ি গুজরাটের মহিলাদের রাখি বন্ধনের উপহার মোদির

Sentinel Digital Desk

ভালসাদ(গুজরাট):প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি বৃহস্পতিবার এখানে প্ৰধানমন্ত্ৰী আবাস যোজনা(গ্ৰামীণ)স্কিমের অধীনে এক লক্ষের বেশি বাড়ি মহিলাদের উদ্দেশে অর্পণ করে এটাকে রাখি বন্ধনের উপহার হিসেবে বর্ণনা করেন। একইসঙ্গে মোদি তাঁর সরকারের কাজকর্মকে ‘সাফ নিয়ত,সহি বিকাশ’(অর্থাৎ মন পরিষ্কার হলে বিকাশ সঠিক হবে)উল্লেখ করে এক নতুন শ্লোগান দেন। এরআগেও ২০১৪ সালে লোকসভা নির্বাচনের মুখে বিজেপির প্ৰচার অভিযানের সময় মোদি সরকারের আগাম শ্লোগান ছিল ‘সব কা সাথ সব কা বিকাশ)। মহিলাদের জন্য ‘ই গৃহপ্ৰবেশ’-এর সূচনা করে বৃহস্পতিবার দক্ষিণ গুজরাটের ভালসাদ জেলার উপজাতি অধুষিত জুজওয়া গ্ৰামে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন মোদি। ওই এলাকায় মহিলাদের জন্য ১.১৫ লক্ষ আবাসিক ইউনিট নির্মাণ করা হয়েছে ১.৭২৭ কোটি টাকা ব্যয়ে। ২৬ জেলার মহিলাদের উদ্দেশে ভিডিও ভাষণ দেন মোদি,যারা এই বাড়িগুলির হকদার হচ্ছেন।

‘আমার সরকার সাফ নিয়ত সহি বিকাশ’-এর প্ৰতিশ্ৰুতির ওপর ভিত্তি করে এগিয়ে চলেছে এবং এজন্যই আমি এখানে আপনাদের প্ৰত্যেকের উপস্থিতি কামনা করেছি যাতে আপনারা প্ৰতারিত না হন’-বলেন মোদি। ‘প্ৰধানমন্ত্ৰী আবাস যোজনার গৃহ যাঁরা পেয়েছেন,রাজ্যের সেই সব মহিলাদের সঙ্গে আজ কথা বলার সু্যোগ আমি পেয়েছি’-বলেন প্ৰধানমন্ত্ৰী। গুজরাটের বোনেদের জন্য এটা রাখি বন্ধনের উপহার। রাখি বন্ধনের আগে এক লক্ষের বেশি ঘর উপহার দেওয়ার বিষয়টি আমার কাছে সত্যিই একটা খুশির মুহূর্ত-মোদি মন্তব্য করেন।